promotional_ad

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ বছর পর আগামী অক্টোবরে পাকিস্তানে পা রাখার কথা ছিল ইংল্যান্ডের। তবে নিরাপত্তাজনিত ইস্যুতে কিউইরা পাকিস্তান সিরিজ স্থগিত করায় শঙ্কা তৈরি হয়েছে ইংলিশদের পাকিস্তান সফর নিয়ে।


ইংল্যান্ডের মতো শঙ্কায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরও। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর দাবি, নিরাপত্তাজনিত ইস্যুতে পাকিস্তান সফর স্থগিত করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


promotional_ad

নিরপেক্ষ ভেন্যুতে খেললেও ১৯৯৮ সালের পর পাকিস্তান সফর করেনি অস্ট্রেলিয়া। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী (এফটিপি) ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের।


যেখানে সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে নিরাপত্তাজনিত কারণে শঙ্কার মুখে পড়েছে সিরিজটি।


পাকিস্তান সফরে কোয়ারেন্টাইন থেকে মাঠের অনুশীলন, কিউইদের সবই চলছিল ঠিকমতো। ১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল এই দ্বিপাক্ষিক সিরিজটি।


কিন্তু রাওয়ালপিন্ডিতে টসের ঠিক আগ মুহূর্তে পরিচয় গোপন করে ই-মেইল বার্তায় এই সিরিজ নিয়ে হুমকি দেওয়া হয় এনজেডসিকে। এমন ঘটনার পরপরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সিরিজ স্থগিত করেছে ব্ল্যাক ক্যাপসরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball