promotional_ad

নিজেকে সুপারফিট করে আবারও ফিরতে চান আল আমিন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে চলতি বছর খেলতেই পারেননি আল আমিন হোসেন। বাংলাদেশ দলের হয়ে না খেলতে পারাটা ভীষণভাবে পোড়ায় ডানহাতি এই পেসারকে। তবে ক্রিকেটে ফিরতে মরিয়া তিনি। আগামী মাসে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে চান ৩১ বছর বয়সী এই পেসার।


টি-টোয়েন্টিতে জাতীয় দলের অন্যতম হাতিয়ার আল আমিন। পরিসংখ্যান সবসময়ই কথা বলবে ডেথ ওভারে বাংলাদেশের অন্যতম সেরা এই পেসারের পক্ষে। ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে ৪৩ টি উইকেট নিয়েছেন আল আমিন। গুরুত্বপূর্ণ সময় উইকেট এনে দিয়েছেন দলকে।


promotional_ad

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে খেললেও টেস্ট ও ওয়ানডেতে অনিয়মিত আল আমিন। তবে ইনজুরির কারণে গত জুনে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাটিতেও খেলা হয়নি আল আমিনের।


জাতীয় না থাকার কষ্ট প্রসঙ্গে আল আমিন বলেন, 'এটা তো অবশ্য পোড়ায়। টি-টোয়েন্টি হলেই আগে প্রথম পছন্দ ছিলাম। সেক্ষেত্রে এখন যেকোনো কারণে দলের সঙ্গে নেই। চেষ্টা করছি ওগুলো চিন্তা না করে সামনে কীভাবে এগিয়ে নেওয়া যায়, নিজেকে আরও সুপারফিট করে বা বোলিংয়ের বিশেষ করে টি-টোয়েন্টি বোলিংয়ে ইয়র্কার, স্লোয়ার বা বাউন্সার যেগুলো দিয়ে ব্যাটসম্যানকে পরাস্ত করা যায় সে জিনিসগুলো নিয়েই বেশি বেশি কাজ করছি।'


আপাতত বড় কয়েকটি সিরিজ মিস করলেও মানসিকভাবে পিছু হটছেন না আল আমিন। আগামী ১৫ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ফিটনেসের উন্নতি করে জাতীয় ক্রিকেট লিগের মাধ্যমে খেলায় ফিরতে চান তিনি।


আল আমিন বলেন, 'এখন প্রধান লক্ষ্য, যেহেতু ৪-৫ মাস ক্রিকেটের বাইরে ছিলাম আমাদের সামনে ন্যাশনাল লিগের খেলা আছে, ফিটনেস টেস্ট আছে বা ফিটনেসটা আরও কিভাবে ভালো করে জাতীয় লিগ দিয়ে কামব্যাক করা যায় সেই চেষ্টা করছি।বাংলাদেশ দলে খেলা সব সময় চ্যালেঞ্জিং, যে সময় আমরা খেলছি তখন চ্যালেঞ্জিং ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball