Connect with us

জাতীয় ক্রিকেট লিগ

নিজেকে সুপারফিট করে আবারও ফিরতে চান আল আমিন


প্রকাশ

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে চলতি বছর খেলতেই পারেননি আল আমিন হোসেন। বাংলাদেশ দলের হয়ে না খেলতে পারাটা ভীষণভাবে পোড়ায় ডানহাতি এই পেসারকে। তবে ক্রিকেটে ফিরতে মরিয়া তিনি। আগামী মাসে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে চান ৩১ বছর বয়সী এই পেসার।

টি-টোয়েন্টিতে জাতীয় দলের অন্যতম হাতিয়ার আল আমিন। পরিসংখ্যান সবসময়ই কথা বলবে ডেথ ওভারে বাংলাদেশের অন্যতম সেরা এই পেসারের পক্ষে। ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে ৪৩ টি উইকেট নিয়েছেন আল আমিন। গুরুত্বপূর্ণ সময় উইকেট এনে দিয়েছেন দলকে।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে খেললেও টেস্ট ও ওয়ানডেতে অনিয়মিত আল আমিন। তবে ইনজুরির কারণে গত জুনে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাটিতেও খেলা হয়নি আল আমিনের।

জাতীয় না থাকার কষ্ট প্রসঙ্গে আল আমিন বলেন, 'এটা তো অবশ্য পোড়ায়। টি-টোয়েন্টি হলেই আগে প্রথম পছন্দ ছিলাম। সেক্ষেত্রে এখন যেকোনো কারণে দলের সঙ্গে নেই। চেষ্টা করছি ওগুলো চিন্তা না করে সামনে কীভাবে এগিয়ে নেওয়া যায়, নিজেকে আরও সুপারফিট করে বা বোলিংয়ের বিশেষ করে টি-টোয়েন্টি বোলিংয়ে ইয়র্কার, স্লোয়ার বা বাউন্সার যেগুলো দিয়ে ব্যাটসম্যানকে পরাস্ত করা যায় সে জিনিসগুলো নিয়েই বেশি বেশি কাজ করছি।'

আপাতত বড় কয়েকটি সিরিজ মিস করলেও মানসিকভাবে পিছু হটছেন না আল আমিন। আগামী ১৫ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ফিটনেসের উন্নতি করে জাতীয় ক্রিকেট লিগের মাধ্যমে খেলায় ফিরতে চান তিনি।

আল আমিন বলেন, 'এখন প্রধান লক্ষ্য, যেহেতু ৪-৫ মাস ক্রিকেটের বাইরে ছিলাম আমাদের সামনে ন্যাশনাল লিগের খেলা আছে, ফিটনেস টেস্ট আছে বা ফিটনেসটা আরও কিভাবে ভালো করে জাতীয় লিগ দিয়ে কামব্যাক করা যায় সেই চেষ্টা করছি।বাংলাদেশ দলে খেলা সব সময় চ্যালেঞ্জিং, যে সময় আমরা খেলছি তখন চ্যালেঞ্জিং ছিল।'

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন