Connect with us

ভারত-ইংল্যান্ড সিরিজ

ম্যানচেস্টার টেস্ট বাতিল, আইসিসির দ্বারস্থ ইসিবি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার সংক্রমণের কারণে ম্যানচেস্টার টেস্ট না খেলেই আরব আমিরাতে ফিরে গেছে ভারতীয় দল। সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী ইংল্যান্ড সফরে এই টেস্টটি খেলতে চায় তারা।

সেই সঙ্গে বাড়তি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের এমন প্রস্তাব ভালো লাগেনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। এরই মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হয়েছে ইসিবি।

ভারতের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টটি ছিল ইংল্যান্ডের শেষ টেস্ট। এর আগে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল কোহলির দল। চতুর্থ টেস্ট শেষে কোচিং স্টাফদের মধ্যে করোনার সংক্রমণ হলে সিরিজের শেষ টেস্ট না খেলেই আরব আমিরাতে ফিরে যায় তারা।

এর ফলে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে ইসিবি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ৪০ মিলিয়ন পাউন্ড হাতছাড়া হয়েছে তাদের। বিমা কোম্পানির সঙ্গে চুক্তি থাকলেও এই টেস্ট বাতিল হওয়ার কোনো অর্থ পাচ্ছে না ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।

আইসিসির কাছে অভিযোগের তথ্য জানিয়ে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের লক্ষ্য যে এ টেস্টটার সূচি নতুন করে দেওয়া যায়। (সেটা না হলে) এরপর আমরা আইসিসির দ্বারস্থ হব, এ সিরিজের ফলটা কী হবে সেটা নিয়ে। শেষ টেস্টটা এমনই থাকবে, নাকি এটাকে অন্য কিছু বলা হবে। আমি জানি না এটা কী হবে। আপাতত বিসিসিআই আমাদের সে ম্যাচের সূচি নতুন করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে সেটা এ ম্যাচের অংশ, নাকি আলাদা করে একটা ম্যাচ। সেটা এখনো নিশ্চিত নয়।’

আইসিসির নিয়ম অনুযায়ী করোনার কারণে কোনো দল যদি একাদশ গঠন করতে না পারে এবং সেই টেস্ট যদি না হয় তবে তা পরিত্যক্ত হিসেবে ঘোষণা হবে। তবে ইসিবির দাবি ভারতীয় দলে কোনো করোনার প্রভাব না থাকায় ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডকেই জয়ী ঘোষণা করা হোক।

সর্বশেষ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

হার্দিকের চোটে উদ্বিগ্ন মুম্বাই, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

সৌরভের কারণেই ডানহাতি আইয়ার এখন বাঁহাতি

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ভেঙ্কটেশের মধ্যে যুবরাজের ছায়া দেখছেন পার্থিব

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ম্যাচ জিতেও জরিমানা গুনতে হলো মরগানদের

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ইপিএল খেলতে দেশ ছাড়লেন তামিম

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

৪ ডিসেম্বর শুরু এলপিএল

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বিলালের সেঞ্চুরিতে বাংলাদেশের যুবাদের বিপক্ষে আফগানদের লিড

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

আকবর-জয়ের ব্যাটে এইচপির লিড

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বিশ্বকাপের আগে ছক্কা হাঁকানোয় ব্যস্ত মার্শ

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বোলিংয়ে কলকাতা, নেই সাকিব

আর্কাইভ

বিজ্ঞাপন