promotional_ad

নেদারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে বুড়ো টেন ডেসকাট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রায়ান টেন ডেসকাটকে বলা হয়ে থাকে ছোট দেশের বড় তারকা। বয়স ৪১ পেরিয়ে গেলেও এখনও ২২ গজ দাপিয়ে বেড়াচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে আরও একবার বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন টেন ডেসকাট। 


চলতি বছরের অক্টোবর-নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। যেখানে রাখা হয়েছে অভিজ্ঞ টেন ডেসকাটকে। বিশ্বকাপের এবারের আসরে ডাচদের নেতৃত্ব দেবেন পিটার সিলার।


promotional_ad

১৫ সদস্যের স্কোয়াডে টেন ডেসকাট ছাড়াও অনুমেয়ভাবে রয়েছেন বেন কুপার, স্টিফেন মাইবার্গ, রিলফ ভ্যা ডার মিরউই। যারা কিনা দীর্ঘদিন ধরেই ডাচদের হয়েছে নিয়মিতই খেলছেন। নিয়মিতই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেরছেন এমন সাত ক্রিকেটার রয়েছেন স্কোয়াডে। 


দলটির পেসার পল ভ্যান মিকরিন বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতাচ্ছেন। তিনি সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলছেন। নেদারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে সিপিএলে সুযোগ পেয়েছেন এই পেসার। 


বিম্বকাপের এবারের আসরে নিজেদের শক্তির জায়গা হিসেবে পেস ইউনিটকে এগিয়ে রাখছেন দলটির কোচ রায়ান ক্যাম্বেল। পেসাররা ইংলিশ কাউন্টি খেলা এবং সেখানে পারফর্ম করায় তাঁদেরকে নিয়ে বিশ্বকাপে স্বপ্ন দেখছেন দলটির কোচ।


নেদারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, ফিলিপে বইসেভেইন, বাস ডি লিডে, পল ভ্যান মিকরিন, বেন কুপার, ম্যাক্স ও’ডড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ভ্যান ডার গাটেন, রিলফ ভ্যান ড্যার মিরউই, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লগান ভ্যান বিক, স্টিফেন মাইবার্গ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball