promotional_ad

না ফেরার দেশে আম্পায়ার নাদির শাহ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন আইসিসির প্যানেলের বাংলাদেশী সাবেক আম্পায়ার নাদির শাহ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।


দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন নাদির। বেশ কয়েকবার বিদেশে গিয়েও চিকিৎসা করিয়েছেন তিনি। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে সপ্তাহ খানেক আগে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে দুই দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।


promotional_ad

বছর দুয়েক আগে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ পরিচালনার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন নাদির। এরপর থেকে আম্পায়ারিং থেকে বিরতিতে গিয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বার বার মাঠে ফেরার ইচ্ছা পোষণ করলেও শেষ পর্যন্ত তা আর হয়ে উঠল না।


জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহর ছোট ভাই নাদির। ২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ও কেনিয়ার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু হয় তার। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে বেশ সুপরিচিত হয়ে ওঠেন তিনি।


নাদিরের মৃতু্তে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম, অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।


দেশের স্বনামধন্য এই আম্পায়ারের জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা ধানমণ্ডি ৭নং মসজিদে অনুষ্ঠিত হবে। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদ মাসুদ পাইলট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball