promotional_ad

বিশ্বকাপ দল ঘোষণার পর অধিনায়কত্ব ছাড়লেন রশিদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মিনিট দশেক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে রশিদ খানকে। তবে দল ঘোষণার ১০ মিনিট পরই অধিনায়কত্ব ছেড়েছেন তিনি।


এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন রশিদ নিজেই। যেখানে তিনি দাবি করেছেন যে, বিশ্বকাপের স্কোয়াড তৈরির জন্য তাঁর কোন মতামত নেয়া হয়নি। এমনকি দল নির্বাচনের সময় তাঁকে রাখেনি এসিবি।


promotional_ad

টুইটে রশিদ বলেন, ‘অধিনায়ক হিসেবে এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল নির্বাচনে অংশ নেয়ার অধিকার ছিল আমার। নির্বাচক কমিটি ও এসিবি আমার মতামতকে এড়িয়ে গিয়ে দল ঘোষণা করেছে। আমি আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’


গত জুলাইয়ে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে রশিদ। আসগর আফগানের বদলি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ডানহাতি এই লেগস্পিনার।


এর আগেও আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। যেখানে তাঁর অধিনায়কত্বে ১৬ ওয়ানডের ছয়টিতে জয় পেয়েছে তাঁরা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর গুলবাদিন নায়েবের বদলি হিসেবে রশিদকে তিন ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করেছিল আফগানিস্তান।


টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’তে খেলবে আফগানিস্তান। সেই গ্রুপে আফগানিস্তান ছাড়াও রয়েছে স্বাগতিক ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেই সঙ্গে বাছাই পর্ব শেষে আরও দুটি দল যোগ দেবে এই গ্রুপে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball