promotional_ad

নারী ক্রিকেট নিষিদ্ধ হলে আফগানিস্তানের সঙ্গে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুরুতে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত আফগানিস্তানের ক্রিকেটকে সমর্থন জানিয়েছিল সে দেশের রাষ্ট্রক্ষমতা দখল করা তালেবানরা। দেশের ক্রিকেটের উন্নয়নে তাদের পক্ষ থেকে সব ধরণের প্রচেষ্টা চালানো হবে বলেও ঘোষণা দিয়েছিল তারা। যদিও ছেলেদের ক্রিকেট সমর্থন করলে মেয়েদের ক্রিকেট খেলা ভালোভাবে নেয়নি তালেবানরা।


আগামী ডিসেম্বরে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান। তবে নারীদের ক্রিকেটের প্রতি তালেবানদের বিদ্বেশী আচরণের কারণে শঙ্কায় পড়েছে আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফর। কেননা নারী ক্রিকেটের প্রতি বৈষম্যমূলক আচরণের বিষয়টি ভালোভাবে নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


promotional_ad

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সিএ এর পক্ষ থেকে এক অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে তারা জানিয়েছে, ক্রিকেট এমন একটি খেলা যা সবার জন্য। সেই সঙ্গে নারী ক্রিকেটের প্রতিটি স্তরের প্রতি সিএ এর পূর্ণ সমর্থন রয়েছে।


সিএ জানায়, ‘বিশ্বব্যাপী নারী ক্রিকেটের বিকাশ ঘটানোর বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। ক্রিকেটের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এমন যে এটি এমন একটি খেলা যা সবার জন্য। সেই সঙ্গে পরিষ্কারভাবে এই খেলায় আমরা নারীদের প্রতিটি স্তরের প্রতি সমর্থন করি।’


তালেবানরা নারীদের ক্রিকেট সমর্থন করছে না এমন খবর সত্যি কি না তা খতিয়ে দেখছে সিএ। বিষয়টি প্রমাণিত হলে নিজেদের কঠোর অবস্থানের ব্যাপারেও তালেবানদের সতর্ক করে সংস্থাটি। তেমনটা হলে হোবার্টে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের একমাত্র টেস্টটি আর আয়োজন না করারও হুশিয়ারি দেয় তারা।


বিবৃতিতে আরো বলা হয়, ‘মিডিয়ার সাম্প্রতিক খবর অনুযায়ী নারীদের ক্রিকেট যদি আফগানিস্তানে সমর্থন করা না হয়, তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়া কোনো ভিন্ন কিছু অবলম্বন করবে না। তবে হোবার্টে প্রস্তাবিত আফগানিস্তানের টেস্ট আয়োজন করা হবে না। এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতার জন্য আমরা অস্ট্রেলিয়া ও তাসমানিয়ান সরকারকে ধন্যবাদ জানাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball