টি-টোয়েন্টি বিশ্বকাপ

গাভাস্কারের বিশ্বকাপ স্কোয়াডে নেই ধাওয়ান-আইয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:02 বুধবার, 08 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে আসন্ন টি-টয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে দলগুলোকে। বেধে দেওয়া সময়সীমার দিন দুয়েক বাকি থাকলেও এখনও স্কোয়াড দেয়নি ভারত।

ধারণা করা হচ্ছে, বুধবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের দল দেয়ার আগে নিজের পছন্দের বিশ্বকাপ স্কোয়াড দিয়েছেন সুনীল গাভাস্কার। যেখানে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার, ইশান কিশান ও শিখর ধাওয়ানের মতো ক্রিকেটারের।

২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ভারত। এরপর ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতলেও ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে আর বিশ্ব সেরার মুকুট পাওয়া হয়নি বিরাট কোহলি-রোহিত শর্মাদের। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আসরের অন্যতম ফেভারিট দল ভারত।

গাভাস্কারের পছন্দের বিশ্বকাপ স্কোয়াডে নেতৃত্ব দেবেন কোহলি। পাশাপাশি তিনি দলের হয়ে রোহিতের সঙ্গে ওপেন করবেন। ব্যাকআপ ওপেনার হিসেবে থাকছেন লোকেশ রাহুল। তিনে থাকছেন তরুণ সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্তের পাশাপাশি গাভাস্কারের ভরসা পান্ডিয়া ব্রাদার্সে। বিশেষ করে ক্রুনাল পান্ডিয়াকে স্কোয়াডে রাখার কারণ জানিয়েছেন ভারতের সাবেক এই ব্যাটসম্যান।

ক্রুনাল প্রসঙ্গে তিনি বলেন, ‘সে একজন অভিজ্ঞ অলরাউন্ডার। বেশ কয়েক বছর ধরে সে আইপিএলে নিয়মিত পারফর্ম করছে তাই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়াটা তার প্রাপ্য। সে বাঁহাতি হওয়ায় দল বাড়তি সুবিধা পাবে।’

দুই পান্ডিয়া ছাড়াও স্কোয়াডে আছে আরও দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। পাশাপাশি পাঁচ পেসার আর এক স্পিনারকে নিয়ে বোলিং ইউনিট সাজিয়েছেন গাভাস্কার। যেখানে পেস আক্রমণে আছে জসপ্রিত বুমরাহ, ভুবেনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, দীপক চাহার এবং মোহাম্মদ শামি। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার যুবেন্দ্র চাহাল।

গাভাস্কারের চোখে ভারতের বিশ্বকাপ স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ভুবেনেশ্বর কুমার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুবেন্দ্র চাহাল।