Connect with us

ইংল্যান্ড- ভারত সিরিজ

পূজারার মাঝে ইনজামাম ও নিজেকে দেখছেন ভন


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২৭ বলে ৬১ রান করেছেন চেতেশ্বর পূজারা। তার ধৈর্যশীল ব্যাটিংয়ে যারপরনাই মুগ্ধ হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। পূজারার মাঝে নিজেকে এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হককে খুঁজে পান তিনি।

গত কয়েকবছরে ধৈর্যশীল ব্যাটিংকে অন্য মাত্রায় নিয়ে গিয়ে টেস্ট ক্রিকেটে দারুণ সুনাম কুড়িয়েছেন পূজারা। বেশ কিছু ম্যাচ তো বটেই, ভারতের সবক'টি টেস্ট সিরিজ জয়েও অসাধারণ মুন্সিয়ানা দেখিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

চলমান সিরিজেও ইংল্যান্ডের বোলারদের ঘাম ঝড়িয়ে যাচ্ছেন পূজারা। নিয়মিত বড় রানের ইনিংস খেলতে না পারলেও লম্বা সময় ধরে উইকেটে সময় কাটাচ্ছেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারে খেলার সময় থেকেই পূজারার এমন মানসিকতার সঙ্গে পরিচিত ভন। এ কারণেই ইনজামাম এবং নিজের ছায়া পূজারার মাঝে দেখতে পাচ্ছেন ভন।

ভন বলেন, ‘ইয়র্কশায়ারের হয়ে খেলার পর থেকে পূজারা সম্পর্কে যতটুকু জানি, সে অনেকটা আমার মতোই এবং আমি বলব না সে ফিল্ডিংকে খুব বেশি গুরুত্ব দেয়। তার গোড়ালিতে চোটের কারণে এটা হতে পারে, এজন্য যদি মাঠের বাইরে তার কিছুটা সময় নেওয়ার প্রয়োজন থাকে তবে সে তা নেবে। আরও কয়েকজন আছে যারা এরকম ছিল, আপাতত ইনজামামের কথা মনে আসছে।’

চলমান টেস্টের তৃতীয় দিন শেষে ১৭১ রানের লিড পেয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা ভারতের হাতে আছে আরও সাত উইকেট। ম্যাচে ইংল্যান্ডের বোলারদের পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারেনি ভনকে।

এ প্রসঙ্গে সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় যে, ইংল্যান্ডের এই আক্রমণটা অনেকটা একই রকম। এটা একটা চিন্তার বিষয় যে বল খুব একটা ঘুরছে না, একজন ব্যাটসম্যান হিসেবে আপনার জন্য এটা খেলা সহজ । সবাই প্রায় একই গতিতে বল করছে। পূজারাকে কঠিন পরিক্ষায় ফেলার মতো বোলার নেই।’

সর্বশেষ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

মুম্বাইয়ের বুমরাহকে পাকিস্তানের গুল হিসেবে দেখতে চান মাঞ্জরেকার

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শক জয়াবর্ধনে

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

পাকিস্তানের কাছে ২০১৮ সালের নিরাপত্তা চায় ওয়েস্ট ইন্ডিজ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

নাবিল-আইচের ব্যাটে বাংলাদেশের লিড

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

দুঃসময়ে ‘বন্ধু’ বাংলাদেশকে পাশে চায় পাকিস্তান

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

মুম্বাইয়ের সূর্যকুমারকে দেখে আফসোসে পুড়ছেন গম্ভীর

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

কাশ্মীরের পেসারকে দলে নিল হায়দারাবাদ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

হার্দিকের চোটে উদ্বিগ্ন মুম্বাই, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

সৌরভের কারণেই ডানহাতি আইয়ার এখন বাঁহাতি

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ভেঙ্কটেশের মধ্যে যুবরাজের ছায়া দেখছেন পার্থিব

আর্কাইভ

বিজ্ঞাপন