promotional_ad

ছন্দে ফিরতে বেশি সময় লাগবে না দিল্লির, আশাবাদী কোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ার আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দিল্লি ক্যাপিটালস। ৮ ম্যাচ খেলে ২ হারের বিপরীতে ছয় ম্যাচে জয় পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। বিরতির পর আরব আমিরাত পর্বে এই ছন্দ ধরে রাখতে বেশ কিছুদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে দিল্লি।


ইতোমধ্যেই দলটি প্রি-সিজন ক্যাম্প শুরু করেছে। তাদের সহকারী কোচ আজয় রাত্রা মনে করছেন, বিরতির পর নতুন ভাবে শুরু করতে হবে। আর তাই টুর্নামেন্ট শুরুর বেশ কয়েক দিন আগেই ক্যাম্প শুরু করেছে তারা। ছন্দ ফিরে পেতে বেশি সময় লাগবে না তার দলের।


promotional_ad

এ প্রসঙ্গে অজয় বলেন, ‘সাধারণত নতুনভাবে শুরু হয় কিন্তু এটা পুরোপুরি অন্যরকম মৌসুম। প্রথম পর্বে আমরা ভালো খেলেছিলাম। এখন বিরতির পর আমাদের পুনরায় নতুন করে শুরু করতে হবে।’


‘সেই কারণেই আমাদের ফ্র্যাঞ্চাইজি বেশ কয়েকদিন আগে থেকেই ক্যাম্পের আয়োজন করেছে। প্রথম পর্বের মতো ছন্দ ফিরে পেতে আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে এবং ভালো দিক হচ্ছে আমাদের বেশিরভাগ ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।’-তিনি আরও যোগ করেন।


অজয় মনে করছেন বিরতির কারণে ক্রিকেটারদের ছন্দে ফিরতে বেগ পেতে হবে। তাই তাদের ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন। তার মতে, দিল্লির অধিকাংশ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যেই আছেন তাই তাদের নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না তাদের।


এ প্রসঙ্গে দিল্লির এই কোচ বলেন, ‘আমি আগেই বলেছি, আমাদের হাতে যথেষ্ট সময় আছে এবং আমাদের অধিকাংশ খেলোয়াড়ই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সুতরাং তারা ইতোমধ্যেই ছন্দে আছে। যারা দীর্ঘ বিরতির পর ফিরবে তাদের জন্য এই ক্যাম্প খুব গুরুত্বপূর্ণ। আমরা ঘরোয়া খেলোয়াড়দের ???ঙ্গে বেশি সময় কাটাচ্ছি, এবং এখানে ভালো সুযোগ-সুবিধ পাচ্ছে। তাই আমরা আশা করছি শীঘ্রই আমাদের ছন্দ খুঁজে পাব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball