promotional_ad

ক্রিকেটকে বিদায় বললেন ডেল স্টেইন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ডেল স্টেইন। এবার ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেললেও ৫০ ওভারের ক্রিকেটে দেখা যায়নি অভিজ্ঞ এই পেসারকে। সর্বশেষ ৫ মাস আগে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন তিনি। 


চলতি বছরের শুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর এবার সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন স্টেইন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি এই পেসার। 


promotional_ad

২০১৯ সালে টেস্ট ক্রিকেট ছাড়ার পরের বছর দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে জায়গা হারান স্টেইন। যদিও একই বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সিরিজের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। 


২০০৪ সালের ডিসেম্বরে পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্টেইনের। পরের বছর এশিয়া একাদশের বিপক্ষে ওয়ানডেতে পথচলা শুরু হয় ডানহাতি এই পেসারের। টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।


দক্ষিণ আফ্রিকার জার্সিতে এখন পর্যন্ত ৯৩টি টেস্ট, ১২৫ ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি খেলেছেন স্টেইন। যেখানে টেস্টে ৪৩৯, ওয়ানডেতে ১৯৬ ও টি-টোয়েন্টিতে ৬৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball