ভারত - ইংল্যান্ড সিরিজ

সবাইকে সন্দেহের মাঝে রাখতে পছন্দ করেন কোহলিরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:42 মঙ্গলবার, 31 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডসে রোমাঞ্চকর এক জয়ের পর হেডিংলিতে বাজেভাবে হারতে হয়েছে ভারতকে। যেখানে সিরিজের তৃতীয় টেস্টে ৭৮ রানে অল আউট হওয়ার পর ভারতের সমালোচনায় ব্যস্ত ক্রিকেট বিশ্লেষক কিংবা সমর্থকদের একটা অংশ।

অনেকে ইংল্যান্ডের মাটিতে বিরাট কোহলিদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও এসব নিয়ে ভাবতে নারাজ  কোহলি। ভারতের অধিনায়কের জানিয়েছেন, তাঁরা এমন পরিস্থিতিই ভালোবাসেন। যেখানে কিনা পুরো সন্দেহকে ভুল প্রমাণ করার সুযোগ থাকে। 

এ প্রসঙ্গে কোহলি বলেন, ‘একটা ম্যাচের ফলাফলের পুনরাবৃত্তি যদি পরের ম্যাচে হতো তবে লর্ডসের পর হেডিংলিতেও আমরা ইংল্যান্ডকে হারিয়ে দিতাম। তবে এমনটা ঘটেনি। আমরা মূলত এমন সময়ই পছন্দ করি যখন লোকে আমাদের সামর্থ্যকে প্রশ্ন করতে থাকে।’

ভারতের অধিনায়ক আরও বলেন, ‘আমরা তাই ভেঙে পড়বো না। ড্রেসিংরুমে আমাদের খেলোয়াড়েরা মানসিকভাবে অনেকটাই আহত। আর যখনই তারা আহত হয়েছে, তখনই তারা তাদের পূর্বের ভুলগুলোকে শুধরে নিয়ে পাল্টা আঘাত করতে চেয়েছে। পরে দুটো ম্যাচ সেভাবেই খেলবো আমরা।’

হেডিংলিতে ভারতের ব্যর্থতার মূল কারণ ব্যাটসম্যানরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এই টেস্টের দুই ইনিংসেই ভারতের মিডল-অর্ডারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। যা ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও এককভাবে কাউকে দোষারোপ করতে চান না কোহলি। তাঁর দাবি, ভারত দল হিসেবে জিতে আর দল হিসেবেই হারে।

কোহলি বলেন, ‘ব্যাটিং গ্রুপ হিসেবে প্রথম ম্যাচে আমরা ব্যর্থ হয়েছি। দ্বিতীয় ইনিংসে ভালো করেছি আমরা। বোলিংয়ের ক্ষেত্রেও তাই। আমি মানছি যে, আমরা ধারাবাহিক নই। এটাই। আমি জানি, হেরে গেলে কী কী আসতে পারে সামনে। কিন্তু আগেও বলেছি, আমি এই ফাঁদে পা দেবো না। আমরা দল হিসেবে হারি, দল হিসেবেই জিতি।’