promotional_ad

স্ট্রোকের পর প্যারালাইজড কেয়ার্নস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সম্প্রতি স্ট্রোক করে লাইফ সাপোর্টে ছিলেন ক্রিস কেয়ার্নস। এরপর হৃদপিন্ডে জটিল অস্ত্রপচার করা হলেও তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এমনকি স্ট্রোকের পর কেয়ার্নেসের দুই পা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী অ্যারন লিয়ড।


কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির সেইন্ট ভিনসেন্ট হাসপাতালে কেয়ার্নসের হৃদপিন্ডে বড় ধরনের অস্ত্রপচার সম্পন্ন করা হয়। এরপর শঙ্কা পুরোপুরি না কাটলেও নিউজিল্যান্ডের ক্যানবেরায় স্ত্রী-সন্তানদের সঙ্গে বাড়িতে ফিরে যান তিনি। সেখানে তার শারীরিক অবস্থার কোনো রকম উন্নতি হয়নি বলে জানিয়েছেন লিয়ড।


promotional_ad

এক বিবৃতিতে তিনি বলেন, ‘জীবন রক্ষাকারী জরুরী হৃদপিন্ডের অস্ত্রোপচারের সময় ক্রিস সিডনিতে গিয়েছিলেন তার প্রধান ধমনিতে স্ট্রোক হয়েছিল। এর ফলে তার পা প্যারালাইজড হয়েছে। তিনি অস্ট্রেলিয়ার একটি স্পাইনাল হাসপাতালে একটি উল্লেখযোগ্য পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। ক্রিস এবং তার পরিবার এই কঠিন সময় পার করতে সকলের সমর্থন পাওয়ায় কৃতজ্ঞ ও সম্মানিত।’


লিয়ড আরও বলেন, ‘ক্রিস এবং তার পরিবার এখন যেখানে সম্ভব সেখানে একসঙ্গে সময় কাটাতে এবং তার পুনর্বাসন অগ্রগতি সাধন করতে পারে সেদিকে মনোনিবেশ করতে চায়। আরও খবর পেলে প্রত্যেককে আপডেট জানাব। তবে এটি কিছু সময় পরে হওয়ার সম্ভাবনা রয়েছে।’


১৯৮৯ সালে মাত্র ১৭ বছর বয়েসে জাতীয় দলের জার্সিতে ক্রিকেটে হাতেখড়ি হয় কেয়ার্নসের। এরপর কিউইদের হয়ে ৬২টি টেস্টে ও ২১৫টি ওয়ানডে খেলেন তিনি। টেস্টে তিন হাজারেরও বেশি এবং ওয়ানডেতে আছে প্রায় পাঁচ হাজার রান রয়েছে তাঁর। দুই ফরম্যাটেই দুইশর বেশি উইকেট শিকারের কৃতিত্ব রয়েছে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডারের।


তাঁর সময়ে সেরা অলরাউন্ডারদের তালিকায় ওপরের দিকেই ছিলেন কেয়ার্নস। ২০০০ সালে উইজেডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন ছিলেন তিনি। ২০০০ সালে তাঁর বীরত্বেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে নিউজিল্যান্ড। আইসিসির বৈশ্বিক আসরে সেটিই ছিল ব্ল্যাক ক্যাপসদের প্রথম কোনো শিরোপা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball