promotional_ad

সারা দেশে মাঠ কিনতে চায় বিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা শহরে খেলার মাঠ নেই। দেশের আনাচে কানাচেও খেলার মাঠ বিলুপ্ত করে অট্টালিকা বানানোর খবর হরহামেশাই চোখে পড়ে। সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দিতে এবার স্টেডিয়াম নয় খেলার মাঠ কেনার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


দীর্ঘ চার বছর পর বৃহস্পতিবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে বিসিবির বার্ষিক সাধারণ সভা। এখানে উপস্থিত ছিলেন সারা দেশের প্রায় ১৬৬ জন কাউন্সিলর। এই সভার সভাপতিত্ব করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সভা শেষে মাঠ কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।


promotional_ad

ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে পাপন বলেন, ‘স্টেডিয়াম নয়, আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানেই পাবো, ক্রিকেট মাঠ কিনব। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ আর পরিচর্যা ব্যয়বহুল। এজন্য আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানে ক্রিকেটটা নিয়মিত চলবে।’


আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করেও সফল হতে না পারায় বিসিবিকে সমালোচনার মধ্যে পড়তে হয় প্রায়ই। এ প্রসঙ্গে বলতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা পাইলট প্রকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম শুরু করেছি। আমরা পুরোপুরি তা গঠন করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। তবে আমরা বিভিন্ন জেলায় এ কার্যক্রম শুরু করব। যদিও অনেক জটিলতা রয়েছে। দুই জায়গায় করে পেরেছি।’


নিজেদের সাফল্য নিয়ে পাপন বলেছেন, ‘বিগত চার বছরে মাঠের সাফল্য আমাদেরকে প্রশংসায় ভাসিয়েছে। প্রত্যেকে আমাদের কার্যক্রমে খুশি। এখন ছেলেদের জাতীয় দলে অনেক খেলোয়াড়। তারা ধারাবাহিক সাফল্য পাচ্ছে। আমাদের যুব দল বিশ্বকাপ জিতেছে দক্ষিণ আফ্রিকায়। মেয়েরা এশিয়া কাপ জিতেছে। ছেলেরা কিন্তু ত্রিদেশীয় সিরিজ জিতেছে। সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball