Connect with us

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ফাওয়াদের মতো ব্যাটিং করতে চায় ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

জ্যামাইকা টেস্টের উইকেট পুরোপুরি বোলিং সহায়ক। ব্যাটসম্যানদের জন্য কঠিন এই উইকেটে পাকিস্তানের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন ফাওয়াদ আলম। জেসন হোল্ডার বলছেন, ফাওয়াদের ব্যাটিং ছিল এই উইকেটের জন্য আদর্শ।

এই পাকিস্তানি ব্যাটসম্যান ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলের গুণাগুণ বুঝে ব্যাটিং করেছেন। স্যাবাইনা পার্কের বোলিং সহয়ায়ক পিচে ধৈর্যশীল ব্যাটিং করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। হোল্ডারের মতে নিজেদের সেরাটা খেলতে ক্যারিবিয়ানদেরও এমন ধৈর্যশীল ব্যাটিং করতে হবে।

ফাওয়াদের ব্যাটিং প্রসঙ্গে হোল্ডার বলেন, ‘ফাওয়াদ আমাদের দেখিয়েছে কিভাবে এই উইকেটে খেলতে হবে। সে খুবই ধৈর্যশীল ছিল। এই ধরনের জটিল পরিস্থিতিতে বলের গুণাগুণ অনুযায়ী খেলতে হয় এবং এই ধরনের কন্ডিশনে নতুন বল অবশ্যই বিপজ্জনক।’

এই উইকেটে নতুন বল সামলানো খুবই কঠিন। তবে বল পুরোনো হলে ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ হয়। হোল্ডারের মতে নতুন বল সামলে উইকেটে ঠিকে থাকতে পারলে এই পিচেও রান করা সম্ভব।

সাবিনা পার্ক টেস্টের উইকেট প্রসঙ্গে হোল্ডার বলেন, ‘আমার মনে হচ্ছে নতুন বলের জন্য এটা সহায়ক উইকেট। আপনি যদি নতুন বল সামলে নিতে পারেন তাহলে এটা ব্যাটিং করার জন্য ভালো উইকেট।’

পাকিস্তানের প্রথম ইনিংসের ৩০২ রানের জবাবে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডার আশা করছেন চতুর্থ দিনে গুরে দাড়াবে ক্যারিবিয়ানরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি আশা করি আগামীকাল সবকিছু ঠিকমত হবে, পিচ সমান থাকবে এবং অতিরিক্ত বাউন্স হবে না।’

সর্বশেষ

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

তিনদিনেই শেষ লর্ডস টেস্ট, ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

পারফর্ম করেই আবার পাকিস্তান দলে ফিরতে চান হাসান

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

রিজওয়ানের পরামর্শেই সফল সালমান

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এশিয়া কাপে ওয়াসিম আকরাম-শাস্ত্রীদের সঙ্গী আথার আলী

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এখনও জাদেজার ছায়ায় অক্ষর, দাবি আকাশ চোপড়ার

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের দারুণ সম্ভাবনা আছে: শ্রীরাম

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

এশিয়া কাপে ভারতের চেয়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন সরফরাজ

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

কোচ যেই থাকুক, সেরা একাদশ সাকিবই ঠিক করে: পাপন

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে বাংলাদেশে আসছেন শ্রীরাম

১৯ আগস্ট, শুক্রবার, ২০২২

পাঞ্জাব কিংসের কোচ হচ্ছেন মরগান

আর্কাইভ

বিজ্ঞাপন