promotional_ad

হেডিংলি টেস্টে খেলা হচ্ছে না উডের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চোটে জর্জজিত পুরো ইংল্যান্ড দল। এর মধ্যেই কাঁধের চোটে ভারতের বিপক্ষে হেডিংলি টেস্ট থেকে ছিটকে গেলেন মার্ক উড। যদিও চোট অতটা গুরুতর না হওয়ায় খুব দ্রুতই মূল একাদশে উডের ফেরা নিয়ে আশাবাদী ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।


ভারতের বিপক্ষে লর্ডস টেস্টের চতুর্থ দিনে কাঁধে ব্যাথা অনুভব করেছিলেন উড। শেষ পর্যন্ত ব্যাথা নিয়েই খেলা চালিয়ে গিয়েছিলেন এই ডানহাতি পেসার। সেই ব্যাথা মাথাচাড়া দিয়ে ওঠায় সিরিজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি।


promotional_ad

সোমবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে উডের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সঙ্গে মেডিকেল দলের অধীনে উড নিজের পুনর্বাসন শুরু করবেন বলেও জানিয়েছে সংস্থাটি।


বিবৃতিতে ইসিবি জানায়, ‘সে (উড) লিডসে দলের সঙ্গেই থাকবে। এ ছাড়া সে খুব দ্রুত মেডিকেল দলের তত্বাবধানে পুনর্বাসন শুরু করবে। এই টেস্টের (হেডিংলি টেস্ট) পর ৩১ বছর বয়সী এই ক্রিকেটারকে আবারও বিবেচনা করা হবে।’


সিরিজের প্রথম টেস্টে না থাকলেও ব্রড চোটে পড়ায় লর্ডস টেস্টে দলে ফিরেছিলেন উড। সেই টেস্টের প্রথম ইনিংসে ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজার উইকেট নিয়েছিলেন তিনি। পরের ইনিংসে ৫৫ রানের মধ্যে লোকেশ রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফিরিয়ে ভারতকে বেশ চাপে ফেলেছিলেন তিনি।


এদিকে চোটের কারণে ইতোমধ্যে ভারতের বিপক্ষে লাল বলের সিরিজ থেকে ছিটকে গেছেন ব্রড, জফরা আর্চার ও ক্রিস ওকস। এ ছাড়া মানসিক কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ায় দলে নেই বেন স্টোকস। এবার উডের ছিটকে যাওয়া ইংল্যান্ডের জন্যস বড়সড় ধাক্কাই বটে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball