Connect with us

বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

বাংলাদেশের কন্ডিশন টি-টোয়েন্টির বিপরীত: রবীন্দ্র


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে স্পিনবান্ধব উইকেট বানিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে পুরো সিরিজে একবারও দেড়শ রান পেরোতে পারেনি কোন দল। যেখানে সর্বোচ্চ ১৩১ রান করেছিল বাংলাদেশ। সেটিও তাড়া করতে গিয়ে হেরেছিল অস্ট্রেলিয়া। 

টাইগারদের এমন উইকেট দেখে রাচিন রবীন্দ্রের দাবি, বাংলাদেশের কন্ডিশন সাধারণ টি-টোয়েন্টির বিপরীত। যে কারণে এখানে ভিন্ন পরিকল্পনা সাজানোর কথা ভাবছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। তবে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং শিখতে মুখিয়ে রয়েছেন তিনি। 

এ প্রসঙ্গে রবীন্দ্র বলেন, ‘বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দেখে মনে হয়েছে এটি স্বাভাবিক টি-টোয়েন্টির কন্ডিশনের চেয়ে বিপরীত। এখানে সম্ভবত ১৩০-১৪০ রান হয়। এটি ভিন্ন একটি পরিকল্পনা হবে। কিন্তু সেখানে মানিয়ে নেয়া এবং শেখাটা রোমাঞ্চকর হবে।’

২০১৬ সালে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন রবীন্দ্র। যেখানে বাংলাদেশের গরমে হাঁপিয়ে ওঠেছিলেন তাঁরা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে মাটিতেও খেলার অভিজ্ঞতা রয়েছে ২১ বছর বয়সি এই অলরাউন্ডারের। 

সেই সময়ের কথা বলতে গিয়ে রবীন্দ্র জানিয়েছেন, সেটা অন্য রকম এক অভিজ্ঞতা। নিউজিল্যান্ডের পেস বান্ধব উইকেটে খেলে বড় হওয়ায় এখানের টার্নিং ও স্লো উইকেট তাঁদের জন্য একেবারে অচেনা ছিল। তবে পূর্বের সেই অভিজ্ঞতা বাংলাদেশ সফরে কাজে দেবে বলে মনে করেন তিনি। 

রবীন্দ্র বলেন, ‘এটি অন্য রকম এক অভিজ্ঞতা ছিল। আমরা তখন সংযুক্ত আরব আমিরাতে ছিলাম এবং কন্ডিশন আমাদের প্রত্যাশার চেয়ে একেবারে ভিন্ন ছিল। সেখান টার্নিং এবং মন্থর উইকেট ছিল। সত্যি বলতে আমরা কখনই এমন উইকেটের মুখোমুখি হইনি।’

তিনি আরও বলেন, ‘এটি আসলে এক চোখ খোলা রাখার মতো ব্যাপার। সেই অভিজ্ঞতা আমাকে সাহায্য করবে। এমনকি আবহাওয়ার মতো ছোট জিনিস এবং আমরা কি খাবার পেতে যাচ্ছি।’

সর্বশেষ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

মুম্বাইয়ের বুমরাহকে পাকিস্তানের গুল হিসেবে দেখতে চান মাঞ্জরেকার

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শক জয়াবর্ধনে

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

পাকিস্তানের কাছে ২০১৮ সালের নিরাপত্তা চায় ওয়েস্ট ইন্ডিজ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

নাবিল-আইচের ব্যাটে বাংলাদেশের লিড

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

দুঃসময়ে ‘বন্ধু’ বাংলাদেশকে পাশে চায় পাকিস্তান

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

মুম্বাইয়ের সূর্যকুমারকে দেখে আফসোসে পুড়ছেন গম্ভীর

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

কাশ্মীরের পেসারকে দলে নিল হায়দারাবাদ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

হার্দিকের চোটে উদ্বিগ্ন মুম্বাই, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

সৌরভের কারণেই ডানহাতি আইয়ার এখন বাঁহাতি

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ভেঙ্কটেশের মধ্যে যুবরাজের ছায়া দেখছেন পার্থিব

আর্কাইভ

বিজ্ঞাপন