ইংল্যান্ড - ভারত সিরিজ

রোহিতের প্রশংসায় পঞ্চমুখ শচীন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:21 শুক্রবার, 20 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ম্যাচের পরিস্থিতি বুঝে সেই মেজাজে ব্যাট করতে দেখা গেছে রোহিত শর্মাকে। দলের প্রয়োজনে কখনো খুব ঠান্ডা মেজাজে আবার কখনো বা দ্রুত রান তুলতে দেখা গেছে তাকে। ম্যাচের যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার এই সক্ষমতা রোহিতকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন শচীন টেন্ডুলকার।

লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১৪৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন রোহিত। যা সেই ইনিংসে লোকেশ রাহুলের করা ১২৯ রানের পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। পরের ইনিংসে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। যেখানে খেলেছিলেন ৩৬ বলে ২১ রানের ইনিংস।

ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের ১৫১ রানের জয়ে রোহিতের অবদান মনে করিয়ে দেন টেন্ডুলকার। সেই সঙ্গে ম্যাচের যেকোনো পরিস্থিতিতে সেই অনুযায়ী খেলতে পারায় রোহিতকে প্রশংসায় ভাসান টেন্ডুলকার। ব্যাট হাতে শুরুর দিকে ভারতকে নেতৃত্ব দেওয়ার মতো রোহিতকে যোগ্য নেতা বলে আখ্যায়িত করেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪৮ বছর বয়সি টেন্ডুলকার বলেন, ‘আমি ওকে যেমনটা দেখেছি, আমার মতে ও ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়ে আসছে। ম্যাচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে মেজাজ ধরে রেখে কিভাবে খেলতে হয়, কিভাবে খেলার ধরন পরিবর্তন করতে ও করে দেখিয়েছে।’

ব্যাট হাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ইংল্যান্ডের বিপক্ষেই টেস্টে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন রোহিত। এরপর ১০ ইনিংসে ভারতের হয়ে রোহিতের হাফসেঞ্চুরি মোটে একটি। হাফসেঞ্চুরি না পেলেও বেশ কয়েকবার ৩০ ও ৪০ পেরোনো ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এবার ইংল্যান্ড সিরিজে ছন্দে থাকায় রানে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি।

বৃষ্টির কারণে ড্র হয়েছিল ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্টে পঞ্চম দিনের রোমাঞ্চকর লড়াইয়ে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বিরাট কোহলির দল। আগামী ২৫ আগস্ট হেডিংলিতে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। সিরিজের বাকি দুই টেস্ট যথাক্রমে ২ ও ১০ সেপ্টেম্বর।