promotional_ad

আয়ারল্যান্ড-স্কটল্যান্ড সফরের দলে ফিরলেন উইলিয়ামস-অ্যারভিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনায় আক্রান্ত হওয়া পরিবারের সদস্যের সংস্পর্শে আসায় বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ অ্যারভিনের। তবে আয়ার‌ল্যান্ড ও স্কটল্যান্ড সফরের দলে ফিরেছেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। এই দুই সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।


সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন রাজা। যেখানে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন এই অলরাউন্ডার। পাশাপাশি প্রশ্নবিদ্ধ হয়েছে তাঁর অধিনায়কত্বও।


promotional_ad

জিম্বাবুয়ে দলকে দীর্ঘদিন ধরেই সার্ভিস দিচ্ছেন টেলর। টেস্ট ও ওয়ানডেতে দলের নিয়মিত পারফর্মার হলেও দেশটির সংবাদমাধ্যমের দাবি ছিল, টি-টোয়েন্টিতে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় নেই তিনি। এদিকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন বিশ্রামে।


যদিও তাঁরা দুজনই রয়েছেন আয়ার‌ল্যান্ড ও স্কটল্যান্ড সফরের দলে। এদিকে দলে অনুমেয়ভাবেই জায়গা ধরে রেখেছেন ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ও উসলে ম্যাধেভেরেরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। যা মাঠে গড়াবে ২৭ আগস্ট থেকে।


ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। ৬ ম্যাচ থেকে এক জয় নিয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে জিম্বাবুয়ে। আয়ারল্যান্ড সফর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে স্কটল্যান্ড যাবে তাঁরা। যা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। 


জিম্বাবুয়ের স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ক্রেইগ অ্যারভিন, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকাম্বে, উসলে ম্যাধেভেরে, তাডিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিশােই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর এবং ডোনাল্ড টিরিপানো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball