promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফিরছেন স্মিথ!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন স্টিভেন স্মিথ। যার ফলে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে খেলা হয়নি অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। বেশ কদিন আগে গুঞ্জন ওঠেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন তিনি।


নতুন খবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফিরছেন স্মিথ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ফরম্যাটের এই অধিনায়ক জানিয়েছেন, স্মিথের কাছে থেকে ইতিবাচক বার্তা পেয়েছেন। এদিকে নিউ সাউথ ওয়েলসে ইতোমধ্যে নেটে ব্যাটিং শুরু করেছেন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘তার (স্মিথ) পুনর্বাসন সত্যিই ভালো চলছে বলে মনে হচ্ছে। আমি জানি যে সে গত কয়েক সপ্তাহ ধরে তার ব্যাটিংয়ে বাড়তি সময় দিচ্ছে। আমি জানি নেটে সময় বেধে দিয়ে অনুশীলন করাটা তার জন্য কঠিন। সমস্ত রিপোর্ট অনুযায়ী সে কঠোর হয়েছিল।’


তিনি আরও বলেন, ‘সে নিশ্চিত করেছে যে কনুইটি বেশি নাড়াচাড়া করবে না যাতে পুনর্বাসনে সমস্যা হয়। তার সত্যিই ভালো যাচ্ছে। শেষবার যখন কথা হয়েছিল তখন সে বলেছিল ব্যথা করছে না, যা খুবই ইতিবাচক। সে আমাদের ক্যাম্পেইনের সঙ্গী হতে চলেছে।’


এদিকে হাঁটুর ইনজুরির কারণে বাংলাদেশ সফলে খেলা হয়নি ফিঞ্চের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়ায় তাঁদের বিপক্ষে ওয়ানডেতে খেলা হয়নি তাঁর। সিরিজ শেষে বাংলাদেশে না এসে মেলবোর্ন ফিরেছিলেন অজি অধিনায়ক। 


এরপর সেখানে কোয়ারেন্টাইন শেষে অস্ত্রেপচার করান ফিঞ্চ। আপাতত ৮-১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরা নিয়ে বেশ আশাবাদী তিনি। যদিও সেরে ওঠার জন্য তাঁর হাতে প্রায় দুই মাস সময় বাকি রয়েছে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball