promotional_ad

বোলারদের উদ্যমে গর্বিত ওয়াকার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জ্যামাইকায় সিরিজের প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ১ উইকেটে হেরেছিল পাকিস্তান। ক্যারিবীয়দের মাত্র ১৬৮ রানের টার্গেট দিয়েও দুর্দান্ত বোলিংয়ে তাঁদের ৯টি উইকেট তুলে নিয়েছিল সফরকারী বোলাররা। তবে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করায় জয় পাওয়া হয়নি তাঁদের। দল হারলেও প্রথম টেস্টে বোলারদের এমন উদ্যম দেখে দারুণ খুশি ওয়াকার ইউনুস।


কিংস্টোনের সাবিনা পার্কে শেষ দিনের লড়াইয়ে দল হারলেও বোলারদের প্রশংসায় মাতিয়েছেন পাকিস্তানের বোলিং কোচ। ভালো বোলিং করেও পাকিস্তানকে কয়েকটি ক্যাচ মিস করার খেসারত দিতে হয়েছে বলে মনে করেন তিনি। তবে অল্প রানের টার্গেট দিয়েও বোলাররা যে উদ্যম নিয়ে বোলিং করেছে তা দেখে গর্বিত তিনি।


promotional_ad

বোলারদের প্রশংসা করে ওয়াকার বলেন, 'আমরা জয়ের খুব কাছে ছিলাম, দুর্ভাগ্যবশত আমরা কিছু ভুল করেছিলাম। আসলে একটি দলকে হারতেই হতো, শেষমেষ আমরাই হেরেছি। এমনটি তখনই হবে যখন আপনি ক্যাচ ফেলে দেওয়ার মতো বড় ধরনের ভুল করবেন। যখন গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগগুলো হাতছাড়া করবেন, সেটি আপনাকে অবশ্যই ভোগাবে। ম্যাচটি বিশ্লেষণ করলে দেখবেন আমাদের সব বোলার বেশ ভালো বোলিং করেছে ‘


তিনি আরও বলেন, ‘অল্প রানের টার্গেট দিয়েও ওরা মাঠে নিজেদের সেরাটা দিয়েছে। ওরা সবসময় চেষ্টা করেছে, ম্যাচটিতে ওরা কখনই হাল ছেড়ে দেয়নি। উইন্ডিজ যখন ১১৪ রানে ৭ উইকেট হারিয়েছে তখন তিনটি ভালো সুযোগ এসেছিল। সুযোগগুলো কাজে লাগাতে না পারলে সেগুলো আপনাকে সাহায্য করবে না। এরপরেও ওরা উইকেট নেওয়ার পাশাপাশি যেভাবে সুযোগ তৈরি করেছে সেই জন্য এই বোলিং ইউনিট নিয়ে গর্বিত।’


এই টেস্টের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়েছিলেন মোহাম্মদ আব্বাস। দ্বিতীয় ইনিংসে ক্যাচ মিসের কারণে কোনো উইকেট না পেলেও এই ডানহাতি পেসারের পাশে দাঁড়ালেন তিনি। ম্যাচে ফিরতে আব্বাস নিজের সেরাটা দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।


ওয়াকারের কথায়, ‘সম্প্রতি আব্বাস টেস্ট ক্রিকেটে দুর্দান্ত বোলিং করছে, যদিও ভাগ্য ওর সঙ্গে ছিল না। ও যেভাবে বোলিং করছিল, সে হিসেবে অনেক বেশি উইকেট পাওয়া উচিত ছিল। দুর্ভাগ্যক্রমে, সে ওইগুলো পায়নি এবং এটি খেলার অংশ। কিন্তু আব্বাস যে দুর্দান্ত পেশাদার ক্রিকেটার এর কোনো সন্দেহ নেই। সত্যিই ও ভালো বোলিং করেছিল তবে আমাদের প্রত্যাশানুযায়ী উইকেট পায়নি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball