আইপিএল

স্মিথ-ওয়ার্নারদের জন্য আইপিএল হতে পারে প্রস্তুতির মঞ্চ: পন্টিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:01 শনিবার, 14 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এখানেই ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইপিএলের এই পর্বে খেলার কথা রয়েছে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের। অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন, আইপিএল দিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পাচ্ছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরা।

আইপিএলের আমিরাত পর্বের কন্ডিশন আর উইকেটের অনেকটা মিল থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেটের সঙ্গে। আর এই আসর শেষ হওয়ার মাত্র দুই দিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই আসরে খেলা ক্রিকেটাররা আগে থেকেই, এই কন্ডিশনে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন অজি ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আইপিএল খেলা প্রসঙ্গে পন্টিং বলেন, ‘তারা বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দীতাপূর্ণ আসরে খেলার সুযোগ পাচ্ছে, নিঃসন্দেহে এটা দারুণ সুযোগ সঠিক কন্ডিশনে প্রস্তুতি নেওয়ার।’

অজিদের সর্বশেষ বাংলাদেশ সফরে বিশ্রামে ছিল প্রথম সারির বেশিরভাগ ক্রিকেটার। ওয়ার্নার, স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সের মতো খেলোয়াড়েরা ছিলেন না এই সিরিজসহ ওয়েস্ট ইন্ডিজ সফরেও। তাদের ক্রিকেটে ফেরার বড় মঞ্চ হতে পারে আইপিএল।

পন্টিংয়ের মতে তাদের বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে আইপিএল হতে পারে ভালো সুযোগ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা তিন-চার মাস ধরে ক্রিকেটের বাইরে আছে, তাদের জন্য এটা বড় সুযোগ।’