১০ সেপ্টেম্বরের আগে বিশ্বকাপের স্কোয়াড চায় আইসিসি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:00 শনিবার, 14 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর মাস দুয়েক বাকি থাকলেও দলগুলোকে স্কোয়াড ঘোষণার জন্য সময় বেঁধে দিয়েছে আইসিসি। যেখানে নিয়ম অনুযায়ী ১০ সেপ্টেম্বরের মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

সম্প্রতি সংবাদ সংস্থা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা। তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের বহরে ১৫ জন ক্রিকেটার ও ৮ জন কোচিং স্টাফের সদস্যকে নিতে দলগুলোকে অনুমতি দিয়েছে আইসিসি। পিসিবি কর্মকর্তার সেই সাক্ষাৎকারের পরেই বিষয়গুলো সামনে আসতে শুরু করে।

পিসিবির সেই কর্মকর্তা পিটিআইকে বলেন, 'করোনা পরিস্থিতি বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোকে অতিরিক্ত ক্রিকেটার স্কোয়াডে রাখার অনুমতি দিয়েছে আইসিসি। কেবলমাত্র ১৫ জন ক্রিকেটার ও ৮ জন অফিসিয়ালকে বিশ্বকাপ বহরে রাখার অনুমতি দিয়েছে আইসিসি। অতিরিক্ত ক্রিকেটারদের অবশ্যই জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে এবং তাদের খরচ দলগুলোকে বহন করতে হবে।’

তিনি বলেন, ‘চলমান মহামারীতে ক্রিকেটারদের করোনায় আক্রান্ত হওয়া ও চোটে পড়ার বিষয়গুলো মাথায় রেখে বোর্ডগুলোতে সিদ্ধান্ত নিতে হবে যে, তারা কতজন ক্রিকেটারকে তাদের চূড়ান্ত স্কোয়াডে রাখবে। কেউ করোনায় আক্রান্ত হলে কিংবা চোটে পড়লে অতিরিক্ত ক্রিকেটারকে দলে সংযুক্ত করা যাবে।’

বিশ্বকাপ সামনে রেখে ১০ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। এছাড়া আমিরাতে পৌঁছে ৫ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সমস্ত ক্রিকেটারদের। দলগুলোকে আরেকটি সুযোগ দিচ্ছে আইসিসি। সেটি হলো- কোয়ারেন্টাইনে যাওয়ার আগ মুহুর্ত পর্যন্ত নিজেদের পছন্দ মতো স্কোয়াড পরিবর্তন করতে পারবে দলগুলো।

এ বছরের শুরুতে ভারতের মাটিতে মাঠে গড়ানোর কথা ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। তবে ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহ রূপ নেওয়ায় পরবর্তীতে ওমান ও সংযুক্ত আমিরাতে সরিয়ে নেওয়া হয় আসরটি। আগামী ১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ অক্টোবর পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের।