promotional_ad

রাহুলের ব্যাটে লড়ছে ভারত

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লোকেশ রাহুল ও রোহিত শর্মার ব্যাটে দারুণ শুরু করেছিল ভারত। তবে রোহিতের বিদায়ে ধসে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। মাত্র ১৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের ব্যর্থতার দিনে ভারতের হয়ে লড়ছে ৫৭ রানে অপরাজিত থাকা রাহুল। 


প্রথম দিনের ২১ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করেন দুই ওপেনার রোহিত ও রাহুল। প্রথম সেশনের পুরো সময়টা জুড়েই দারুণ ব্যাটিং করছিলেন এই দুই ব্যাটসম্যান। তবে বিপত্তি ঘটে মধ্যাহৃ বিরতির একটু আগে। পেসার অলি রবিনসনের বলে পুল শট খেলতে গিয়ে সাজঘরে ফেরেন রোহিত। 


বাউন্ডারিতে ক্যাচ আউট হওয়ার আগে ছয়টি চারে ১০৭ বলে ৩৬ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ওপেনার। এদিন থিতু হতে পারেননি পূজারাও। অ্যান্ডারসনের দারুণ এক ইন সুইংয়ে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন ১৬ বলে ৪ রান করা পূজারা। 


promotional_ad

অ্যান্ডারসনের সেই ওভারেই সাজঘরে ফেরেন কোহলি। ডানহাতি এই পেসারের প্রথম বলেই বাটলারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন ভারতের এই অধিনায়ক।  টেস্ট ক্যারিয়ারে ১৩তম এবং অধিনায়ক হিসেবে নবমবার ডাক মারেন কোহলি। এদিকে কোহলিকে ফিরিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় অন???ল কুম্বলেকে স্পর্শ করেছেন অ্যান্ডারসন।


তাঁদের দুজনেরই উইকেট সংখ্যা এখন ৬১৯। কোহলির বিদায়ের পর রাহানে ফেরেন নিজের ভুলে। জনি বেয়ারস্টোর দারুণ এক থ্রোতে রান আউট হয়ে ফেরেন ৫ রান করা রাহানে। এর মাঝে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন রাহুল। এরপর ঋষভপান্তকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনি।


কিন্তু সেই সময় ট্রেন্ট ব্রিজে হানায় দেয় বেরসিক বৃষ্টি। যে কারণে দিনের প্রায় দুই সেশনে গেছে বৃষ্টির পেটে। তাতে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১২৫ রান। সফরকারীদের হয়ে রাহুল ৫৭ ও পান্ত অপরাজিত ৭ রানে। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।


সংক্ষিপ্ত স্কোর:


ইংল্যান্ড: ১৮৩/১০ (ওভার ৬৫.৪) (রুট ৬৪, বেয়ারস্টো ২৯, কারান ২৭, ক্রলি ২৭, বুমরাহ ৪/৪৬, শামি ৩/২৮)


ভারত: ১২৫/৪ (ওভার ৪৬.৪) (রাহুল ৫৬*, রোহিত ৩৬, পান্ত ৭*, অ্যান্ডারসন ২/১৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball