২৪ অক্টোবর ভারত-পাকিস্তান লড়াই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:39 বৃহস্পতিবার, 05 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আরও একবার ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হচ্ছে দুই এশিয়ান জায়ান্ট। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার( বিসিসিআই) বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।

ভারত-পাকিস্তানের মধ্যকার বৈরিতা বেশ পুরোনো। রাজনৈতিক ময়দান থেকে তা আঁছড়ে পড়েছে ক্রিকেট ময়দানে। যে কারণে দুই দেশের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এর আগে নক আউট পর্বে একে অপরের মুখোমুখি হলেও এবার দুই চির প্রতিদ্বন্দীর লড়াই হচ্ছে গ্রুপ পর্বেই।

এই দুটি দলই থাকছে সুপার টুয়েলভ পর্বের ২ নম্বর গ্রুপে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ছাড়াও এই গ্রুপে আছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। সঙ্গে এই গ্রুপে যোগ হবে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ও ‘এ’ গ্রুপের রানার-আপ দল।

ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ বাইশ গজ ছাপিয়ে ছড়িয়ে যায় পুরো বিশ্বে। সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক টেলিভিশনে সরাসরি দেখেছিল। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা ভাবনা আছে খোদ আইসিসিরও।

বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘১৭ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম সপ্তাহের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলো ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হবে তাই ২৪ অক্টোবর সম্ভাব্য তারিখ মনে হচ্ছে। মূল রাউন্ডের খেলা পাক-ভারত ম্যাচ দিয়ে শুরু করাই ভালো, যেখানে সেরা টিআরপি থাকবে।’

রাজনৈতিক সুসম্পর্ক না থাকায় আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপ ছাড়া সেভাবে আর দুই দেশ বাইশ গজে মুখোমুখি হয় না। সীমান্ত সমস্যার কারণে ২০১২-১৩ সালের পর আর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দেশের মধ্যে শেষবার টেস্ট সিরিজ হয়েছে ২০০৭-০৮ সালে।