promotional_ad

৯ বছর পর ব্রিসবেন ছাড়লেন বার্নস

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দীর্ঘ ৯ বছরের সম্পর্ক চুকিয়ে ব্রিসবেন হিট ছাড়লেন জো বার্নস। বিগ ব্যাশের এবারের আসরে মেলবোর্ন স্টারসের হয়ে মাঠ মাতাবেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। তিন বছরের চুক্তিতে স্টারসে নাম লিখিয়েছেন তিনি।


২০১২-১৩ মৌসুমে প্রথমবারের মতো বিসব্রেনে যোগ দেন বার্নস। এরপর থেকে ৯ বছর দলটির হয়ে মাঠ মাতিয়েছেন এই অজি ব্যাটসম্যান। মূলত নতুন চ্যালেঞ্জ নিতেই স্টারসের সঙ্গে চুক্তি করলেন বার্নস। দলটিতে নাম লিখিয়ে বেশ উচ্ছ্বসিত ৩১ বছর বয়সী এই ক্রিকেটার


promotional_ad

এক অফিসিয়াল বিবৃতিতে বার্নস বলেন, ‘দীর্ঘদিন ব্রিসবেন হিটে থাকার পর তাদের ছেড়ে আসার সিদ্ধান্ত নেওয়া কষ্টসাধ্য ছিল। তবে আমি মেলবোর্নের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। গত কয়েক বছর ধরে মেলবোর্ন স্টারস খুবই শক্তিশালী দল। নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামার জন্য আমার আর তর সইছে না।’


মূলত টেস্টের পরীক্ষিত ক্রিকেটার হলেও টি-টোয়েন্টিতেও হাসে বার্নসের ব্যাট। ক্রিকেটের স্বল্প ওভারের এই ফরম্যাটের মিডল অর্ডার ব্যাটসম্যান তিনি। গেল কয়েক বছর ব্রিসবেনের জার্সিতে ম্যাচ উইনারের ভূমিকা পালন করেছেন তিনি।


গত গ্রীষ্মে অবসরের ঘোষণা দিয়েছিলেন স্টারসের ব্যাটসম্যান বেন ডাঙ্ক। এছাড়া ওপেনার নিক ম্যাডিনসন মেলবোর্ন রেনেগেডসে যোগ দিতে পারেন বলেও কানাঘুষা চলছে। সে কারণেই নিজেদের স্কোয়াড পাকাপোক্ত করতে বার্নসকে উড়িয়ে আনলো স্টারস।


বিসব্রেনের হয়ে মোট ৫৯টি ম্যাচে মাঠে নেমে ১২৩.৫২ স্ট্রাইক রেটে ১১৯২ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথম মৌসুমেই দলটির হয়ে বিগ ব্যাশের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন বার্নস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball