Connect with us

বিগ ব্যাশ

৯ বছর পর ব্রিসবেন ছাড়লেন বার্নস


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘ ৯ বছরের সম্পর্ক চুকিয়ে ব্রিসবেন হিট ছাড়লেন জো বার্নস। বিগ ব্যাশের এবারের আসরে মেলবোর্ন স্টারসের হয়ে মাঠ মাতাবেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। তিন বছরের চুক্তিতে স্টারসে নাম লিখিয়েছেন তিনি।

২০১২-১৩ মৌসুমে প্রথমবারের মতো বিসব্রেনে যোগ দেন বার্নস। এরপর থেকে ৯ বছর দলটির হয়ে মাঠ মাতিয়েছেন এই অজি ব্যাটসম্যান। মূলত নতুন চ্যালেঞ্জ নিতেই স্টারসের সঙ্গে চুক্তি করলেন বার্নস। দলটিতে নাম লিখিয়ে বেশ উচ্ছ্বসিত ৩১ বছর বয়সী এই ক্রিকেটার

এক অফিসিয়াল বিবৃতিতে বার্নস বলেন, ‘দীর্ঘদিন ব্রিসবেন হিটে থাকার পর তাদের ছেড়ে আসার সিদ্ধান্ত নেওয়া কষ্টসাধ্য ছিল। তবে আমি মেলবোর্নের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। গত কয়েক বছর ধরে মেলবোর্ন স্টারস খুবই শক্তিশালী দল। নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামার জন্য আমার আর তর সইছে না।’

মূলত টেস্টের পরীক্ষিত ক্রিকেটার হলেও টি-টোয়েন্টিতেও হাসে বার্নসের ব্যাট। ক্রিকেটের স্বল্প ওভারের এই ফরম্যাটের মিডল অর্ডার ব্যাটসম্যান তিনি। গেল কয়েক বছর ব্রিসবেনের জার্সিতে ম্যাচ উইনারের ভূমিকা পালন করেছেন তিনি।

গত গ্রীষ্মে অবসরের ঘোষণা দিয়েছিলেন স্টারসের ব্যাটসম্যান বেন ডাঙ্ক। এছাড়া ওপেনার নিক ম্যাডিনসন মেলবোর্ন রেনেগেডসে যোগ দিতে পারেন বলেও কানাঘুষা চলছে। সে কারণেই নিজেদের স্কোয়াড পাকাপোক্ত করতে বার্নসকে উড়িয়ে আনলো স্টারস।

বিসব্রেনের হয়ে মোট ৫৯টি ম্যাচে মাঠে নেমে ১২৩.৫২ স্ট্রাইক রেটে ১১৯২ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথম মৌসুমেই দলটির হয়ে বিগ ব্যাশের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন বার্নস।

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কোহলি নেতৃত্ব ছাড়ায় অবাক লারা

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

মুম্বাইতে খেলেই বিশ্বজুড়ে ভক্ত পেয়েছি: মালিঙ্গা

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কিউইদের ওপর দোষ চাপিও না, হাফিজকে ম্যাকক্লেনাঘান

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

অস্ট্রেলিয়ার বিমান ধরতে প্রস্তুত ব্রড

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

মিরপুরে ফিরেই তামিমের আগ্রাসী ব্যাটিং অনুশীলন

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

দ্বিতীয় ভাগে দারুণ খেলবে কলকাতা, আশাবাদী সাকিব

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

শুক্রবার সবকিছু বদলে গেছে, নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

প্রীতি ম্যাচ আয়োজনে পিসিবির রাডারে ১০০ বিদেশি ক্রিকেটার

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

আর্কাইভ

বিজ্ঞাপন