promotional_ad

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ওয়েড

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হাঁটুর ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসা হয়নি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তাঁর বদলি হিসেবে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


বর্তমানে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর আগেও অজিদের নেতৃত্ব দিয়েছেন ওয়েড। গেল বছর ফিঞ্চের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি।


promotional_ad

সহ-অধিনায়ক হওয়ায় বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁরই কাঁধে পড়েছে নেতৃত্বভার। ১১তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এদিকে হাঁটুর ইনজুরির কারণে অস্ত্রোপচার করানো হতে পারে ফিঞ্চের । যদিও সেটা এখনই নয়।


দোহা ও লন্ডন হয়ে মেলবোর্নে পৌঁছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছেন ফিঞ্চ। এরপর প্রয়োজন হলে যেতে পারেন ছুঁড়িকাচির নিচে। তবে ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সেরে ওঠবেন ডানহাতি এই ব্যাটসম্যান।


গেল বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। ঢাকায় এসে তিনদিনের কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা। কোয়ারেন্টাইন শেষে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে মিচেল স্টার্ক-ওয়েডরা। ৩ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।


দ্বিতীয় ম্যাচ হবে ৪ আগস্ট। একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball