শ্রীলঙ্কা - ভারত সিরিজ

স্যামসন অলস ব্যাটসম্যান: সালমান বাট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:04 শনিবার, 31 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দলের নিয়মিত ক্রিকেটাররা ইংল্যান্ড সফরে থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়েছিলেন সাঞ্জু স্যামসন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই অমূল্য সুযোগ লুফে নিতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

জ্বলে ওঠার পরিবর্তে পুরো টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। সালমান বাটের দাবি, ব্যাটসম্যান হিসেবে স্যামসন খানিকটা অলস। এ ছাড়া দলের বিপর্যয়ের মূখে তাঁর ব্যাটিং নিয়েও সমালোচনা করেছেন পাকিস্তানের এই সাবেক ব্যাটসম্যান।

তৃতীয় ওয়ানডেতে ৪৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন স্যামসন। ওয়ানডে সিরিজে ভালো ব্যাটিং করলেও টি-টোয়েন্টিতে একেবারে হতশ্রী অবস্থা। তিন ম্যাচে করেছেন মোটে ৩৪ রান।

ভারতের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেললেও সবগুলোতেই ব্যর্থ তিনি। ডানহাতি এই ব্যাটসম্যানের এমন ব্যর্থতার জন্য দায়িত্ব না নেয়াকে দায়ী করছেন সালমান। এ ছাড়া তিনি মনে করেন, স্যামসন সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে। 

এ প্রসঙ্গে সালমান বলেন, ‘সাঞ্জু স্যামসনকে আমার কাছে অলস ব্যাটসম্যান মনে হয়। যখন আপনি জানেন যে আপনি একজন বোলার (ওয়ানিন্দু হাসারাঙ্গা) বেছে নিতে পারছেন না, তখন আপনার ব্যাটের সামনে আপনার প্যাড রাখতে হবে এবং তাকে খেলতে হবে। তবুও সে পিছনের পায়ে বল খেলার চেষ্টা করছিল এবং সেটিও আবার লাইন জুড়ে।’

তিনি আরও বলেন, ‘সুতরাং, কী ঘটলো? স্যামসন পুরোপুরি বলটি মিস করলো এবং তার ফাঁদে আটকা পড়লো। মনে হচ্ছিলো একেবারে সাদামাটা মনোভাবে ছিল। যখন আপনি জানেন যে, দলে মাত্র পাঁচজন ব্যাটসম্যান আছে এবং আপনি তাদের একজন। দুজন ইতিমধ্যে আউট হয়ে গেছে, তখন তার আরও সতর্ক হওয়া উচিত ছিল। কিন্তু স্যামসনের সেই প্রচেষ্টা আমি দেখিনি।’