promotional_ad

বিশ্বকাপের আগেই ফিরতে আশাবাদী ফিঞ্চ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হাঁটুর চোটের কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি অ্যারন ফিঞ্চ। কদিন পরেই অস্ত্রোপচারের জন্য ছুড়ি-কাঁচির নিচে যেতে হচ্ছে তাকে। এই চোটের কারণেই ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝ পথে দেশে ফিরতে হয়েছে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের এই অধিনায়ককে।


এখন তিনি দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে। সেখান থেকে ফিরেই অস্ত্রোপচার করাবেন বলে জানিয়েছেন ফিঞ্চ। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরু থেকেই তাকে এই চোট বেশ ভোগাচ্ছিলো। বিশেষ করে অনুশীলনের সময় তাকে বেশ যন্ত্রণা পেতে হয়েছে তাকে।


promotional_ad

ফিঞ্চ বলেন, 'আগে অল্প চোট পেয়েছিলাম ফিল্ডিং সেশনের সময়। আমার হাঁটুতে আগে কোনো সমস্যা ছিল না এবং ক্ষতটা ধীরে ধীরে খারাপের দিকে যেতে শুরু করে। আমরা যত অনুশীলন করছিলাম এবং খেলছিলাম…থামছিলাম এবং শুরু করছিলাম, ঘুরছিলাম, এই সময়গুলোতে (ব্যথা অনুভূত হওয়া) কিছুটা ভোগাচ্ছিল।'


এমন সমস্যার পর ওয়েস্ট ইন্ডিজেই স্ক্যান করান ফিঞ্চ। সেখানে ধরা পড়ে তার হাঁটুর মিনিকাসে সমস্যা। দলের ফিজিও তাকে পরামর্শ দেন দ্রুতই অস্ত্রোপচার করানোর। ফিঞ্চ সেই পরামর্শ মেনেই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে দেশে ফেরেন। 


তাকে ছাড়াই বৃহস্পতিবার বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়ার বিশাল বহর। এই সিরিজটিতে তিনি দর্শক হয়ে থাকবেন। এই চোট কিছুটা গুরুতর হলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ফিরতে আশাবাদী এই অজি অধিনায়ক। 


ফিঞ্চ বলেন, 'ওয়েস্ট ইন্ডিজে আমি কিছু স্ক্যান করাই এবং মিনিকাসে সমস্যা ধরা পড়ে। আশা করছি, কোয়ারেন্টিন থেকে বের হওয়ার পর দ্রুত সমস্যা মিটে যাবে এবং সব ঠিকঠাক এগিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরে ওঠার পর্যাপ্ত সময় পাব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball