Connect with us

ভারত ক্রিকেট

পৃথ্বী-যাদবরা যেতে না পারলে পাডিকাল-নীতিশদের পাঠাও: আকাশ


প্রকাশ

:

ছবি :

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে করোনা আক্রান্ত হয়েছেন ক্রুনাল পান্ডিয়া। করোনা পজিটিভ হওয়ার আগে দলের ৮ জনের সংস্পর্শে এসেছিলেন তিনি। যেখানে ছিলেন সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ।

কিন্তু ইংল্যান্ডে যাওয়ার আগে করোনা পরীক্ষায় পজিটিভ আসলে কপাল পুড়তে পারে তাঁদের দুজনের। এমনটা হলে বিকল্প হিসেবে নীতিশ রানা, দেবদূত পাড্ডিকাল ও রুতুরাজ গায়কোয়াডকে পাঠানোর পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে জো রুটদের দেশে অবস্থান করছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন শুভমান গিল। এ ছাড়া ইনজুরিতে পড়েছেন ওয়াশিংটন সুন্দর ও।

তাঁদের ইনজুরিতে কপাল খুলেছে শ্রীলঙ্কাতে ভারতের দ্বিতীয় সারির দলের সঙ্গে থাকা পৃথ্বী ও সূর্যকুমারের। তবে ক্রুনালের করোনা পজিটিভ আসায় বিপাকে পড়তে হতে পারে এ দুজনের। এমন অবস্থায় রুতুরাজ, নীতিশ ও পাড্ডিকালকে ইংল্যান্ডে পাঠাতে বলছেন চোপড়া। তাঁর দাবি, আইপিএল খেলার কারণে তাঁদের অভিজ্ঞতা হয়েছে।

এ প্রসঙ্গে চোপড়া বলেন, 'তারা (সূর্যকুমার ও পৃথ্বী) যদি ঠিক থাকে তাহলে আমি মনে করি পরিবর্তনের দরকার নেই। কারণ তারা এখনও সিরিজ জেতেনি। আর যদি তারা না থাকে তাহলে তিনটি বিকল্প রয়েছে।'

জনপ্রিয় এই ধারাাভাষ্যকার আরও বলেন, 'দেবদূত পাড্ডিকাল, রুতুরাজ গায়কোয়াদ ও নীতিশ রানাকে নিতে পারেন। এই তিনজনের মাঝে যে কোন দুজনকে খেলাতে পারেন। আইপিএল খেলার কারণে তাদের যথেষ্ঠ অভিজ্ঞতা রয়েছে।'

সর্বশেষ

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

শ্রীলঙ্কা ও আয়ার‌ল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

হায়দরাবাদের পরিকল্পনায় নেই ওয়ার্নার: ইরফান

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

একাদশে সাকিবের না থাকার কারণ জানালেন কলকাতার সহকারী কোচ

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

ওয়ার্নারদের সাইডবেঞ্চে রাখার ইঙ্গিত বেলিসের

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

স্বপ্ন দেখিয়েও সালমানকে দলে নিচ্ছে না পাকিস্তান

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

তবুও একাদশে নেই সাকিব

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

বিশ্বকাপের জন্য হার্দিককে জমিয়ে রাখছেন রোহিত

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

মঈনের অবসর ইংল্যান্ডের জন্য বড় ক্ষতি: রুট

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

মুশফিক-ইমরুলের ব্যাটে বাংলাদেশ ‘এ’ দলের দাপুটে জয়

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

উইজডেন ইন্ডিয়ার এশিয়া-সেরা একাদশে সাকিব-মুশফিক-মুস্তাফিজ

আর্কাইভ

বিজ্ঞাপন