promotional_ad

ওয়েডের হাফ সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে হারলেও সিরিজ নির্ধারণী শেষটিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে অ্যালেক্স ক্যারির দল।


সোমবার রাতে সিরিজ নির্ধারণী ম্যাচটিতে সফরকারীদের কাছে পাত্তাই পায়নি ক্যারিবীয়রা। আগে ব্যাট করে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় কাইরন পোলার্ডের দল। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩০.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।


টস জিতে ব্যাট করতে শুরুতেই চোট পান এভিন লুইস। ইনিংসের চতুর্থ ওভারে লিডিং এজ হয়ে বল আঘাত হানে তার হেলমেটে। যার ফলে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান সাজঘরে। এরপরই যেন স্বাগতিকদের চেপে ধরে অস্ট্রেলিয়া।


promotional_ad

মাত্র ৭১ রানেই স্বাগতিকরা হারিয়ে ফেলে ৫ উইকেট। এরপর ২৩তম ওভারে উইকেটে আসেন ওপেনার লুইস। একপ্রান্ত ধরে রেখে তিনি স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন। কিন্তু বাকি ব্যাটসম্যানরা তাকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারেননি। 


শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬৬ বলে ৫৫ রান করেছেন লুইস। দলকে পৌঁছে দিয়েছেন ১৫২ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। 


ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থতার পরিচয় দেন দুই অসি ওপেনার ময়সেস হেনরিকস ও জশ ফিলিপ। অল্পতেই ফেরেন দুজন। তবে অধিনায়ক অ্যালেক্স ক্যারির ৩৫ ও মিচেল মার্শ আউট হন ২৯ রান অজিদের বিপদমুক্ত করে।


আর অপরাজিত হাফসেঞ্চুরিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাথু ওয়েড। ৫১ রান করেন তিনি। বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে অপরাজিত ১৯ রানের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অ্যাশটন অ্যাগার। সিরিজসেরা নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক।


সংক্ষিপ্ত স্কোর :


ওয়েস্ট ইন্ডিজ: ৪৫.১ ওভারে ১৫২ (লুইস ৫৫*, হোপ ১৪, হেটমায়ার ৬, ব্রাভো ১৮, পুরান ৩, পোলার্ড ১১, হোল্ডার ৫, জোসেফ ১৫, ওয়ালশ ৭, আকিল ৩, কটরেল ০*; স্টার্ক ৯.১-০-৪৩-৩, হেইজেলউড ৮-১-১৮-২, অ্যাগার ১০-১-৩১-২, টার্নার ৮-১-২৩-১, জ্যাম্পা ১০-২-২৯-২)।


অস্ট্রেলিয়া: ৩০.৩ ওভারে ১৫৩/৪ (ফিলিপি ১০, হেনরিকেস ১, কেয়ারি ৩৫, মার্শ ২৯, ওয়েড ৫১*, অ্যাগার ১৯*; কটরেল ৩-০-৩৪-১, হোল্ডার ৫-০-১৭-০, আকিল ১০-১-২৯-১, জোসেফ ৩-০-১৪-০, ওয়ালশ ৭-০-৪১-১, পোলার্ড ২-০-১২-০, পুরান ০.৩-০-৬-০)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball