promotional_ad

অস্ট্রেলিয়া সিরিজের শুরুতে লিটন-মুস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ৩ আগস্ট। আসন্ন এই সিরিজের শুরুতে মুস্তাফিজুর রহমান ও লিটন দাসকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।


অন্তত একটি ম্যাচে লিটন-মুস্তাফিজকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই এই দুই ক্রিকেটার ইনজুরিতে ভুগছেন। এর ফলে সিরিজের শেষ ম্যাচেও খেলা হয়নি তাদের।


promotional_ad

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকইনফোকে জানিয়েছেন, অজিদের বিপক্ষে প্রথম এক-দুই ম্যাচে লিটন ও মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। 


তারা তৃতীয় টি-টোয়েন্টিতে ফিরতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক। দলের অন্যতম দুই ভরসাকে না পেলেও স্কোয়াডের বাকিদের নিয়ে বেশ আশাবাদী নান্নু। 


তিনি বলেছেন, 'লিটন-মুস্তাফিজকে পাওয়া যাবে দ্বিতীয় অথবা তৃতীয় ম্যাচ থেকে। আমরা খুব বেশি চিন্তিত নই তাদের নিয়ে। তারা দ্রুতই ফিরবে। সব মিলিয়ে আমরা স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী। আমরা মাত্রই একটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছি।'


লিটন বা পায়ের ঊরুর চোটে ভুগছেন প্রথম টি-টোয়েন্টি থেকে। আর মুস্তাফিজ ভুগছেন গোড়ালির চোটে। যদিও এই দুই তারকাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball