টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করে ফেলবে বাংলাদেশ। ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ: রেজিস চাকভা, টাডিওয়ানশে মারুয়ামি, টেরাসাই মুসাকান্দা, ডিওন মেয়ার্স, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক) রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জঙ্গুই, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা