promotional_ad

জিম্বাবুয়ের আয়ার‌ল্যান্ড সফর স্থগিত

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে জিম্বাবুয়ে ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর বাতিল ঘোষণা করা হয়েছে। উত্তর আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য জুড়ে করোনা ফের মাথাচড়া দিয়ে ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আগামী ৬ থেকে ২৪ আগস্ট এই সময়টার মধ্যে বেলফাস্ট ও ব্রেডিতে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই স্থগিত হয়ে গেল রোডেশিয়ানদের সফর।


promotional_ad

করোনা পরিস্থিতিতে ভ্রমণের ব্যাপারে খুব কড়াকড়ি আয়ারল্যান্ডে। রেড জোনের দেশগুলোর মধ্যে থেকে কেবলমাত্র বৃটেন ও আয়ারল্যান্ডের জনগণই এখানে বিচরণ করতে পারবেন। সেক্ষেত্রে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বহর আয়ারল্যান্ডে পৌঁছালে তাদের বাধ্যতামূলক ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হতো।


এ ব্যাপারে এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, ‘এখন অনুমান করা হচ্ছে যে এই সিরিজটি আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে, তবে সাম্প্রতিক পরামর্শটি সামঞ্জস্য করার জন্য ভেন্যু পরিবর্তনের জন্য কিছু সময় নেওয়া যেতে পারে।’ এই পরিবর্তনের বিস্তৃত প্লে করার পাশাপাশি আরও কিছু প্রভাব ফেলতে পারে এবং এই পরিবর্তনের ফলাফল যথাযথভাবে জানানো হবে।’


বর্তমানে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টে টাইগারদের কাছে ২১৮ রানে হারতে হয়েছে রোডেশিয়ানদের। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে স্বাগতিকরা।


এর মধ্যে দু-দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে। তবে ফরম্যাট বদলানোর পরও হারের বৃত্ত ভাঙতে পারেনি জিম্বাবুয়ে। বৃহস্পতিবার হারারেতে বাংলাদেশের কাছে ৮ উইকেটে হেরেছি দলটি।


আজ শুক্রবার সিরিজ বাঁচানো ম্যাচে একই ভেন্যুতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের মোকাবেলা করবে জিম্বাবুয়ে। সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী রোববার (২৫ জুলাই)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball