promotional_ad

বাবা হারিয়ে দেশে ফিরছেন বিপ্লব, বিসিবির শোক প্রকাশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


জাতীয় দলের ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আবদুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬২ বছর।


বিপ্লব এই মুহূর্তে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাথে জিম্বাবুয়েতে অবস্থান করছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ৯ জুলাই দেশ ছাড়েন তিনি। সিরিজ শেষ করে দেশে ফেরার আগেই বাবাকে হারালেন তিনি।


promotional_ad

বাবার মৃত্যুর খবরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসছেন বিপ্লব। বিষয়টিও নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে শোক প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। 


বিপ্লবের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে বিসিবির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় ক্রিকেট আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আব্দুল কুদ্দুসের প্রয়াণে বিসিবি গভীরভাবে শোকাহত। বিসিবি বিপ্লব ও তার পরিবারকে হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছে।’


শুধু জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজই নয়, বিপ্লবের থাকার কথা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও। অস্ট্রেলিয়া সিরিজে খেলার ক্ষেত্রে নির্দিষ্ট সময় কোয়ারেন্টিন ও জৈব সুরক্ষা বলয়ে থাকার বাধ্যবাধকতা রয়েছে।


তাই জিম্বাবুয়েতে জৈব সুরক্ষা বলয় থেকে বের হওয়া বিপ্লবের অস্ট্রেলিয়া সিরিজেও অংশ নেওয়ার সম্ভাবনা নেই। একই কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারবেন না পারিবারিক কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকে দেশে ফেরা মুশফিকুর রহিমও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball