promotional_ad

ভারতের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন রবিনসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের ১৭ সদস্যের দলে ডাক পেয়েছেন বিতর্কিত অলি রবিনসন।


টেস্ট স্কোয়াডে ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেয়া বেন স্টোকস। প্রস্তুতি ম্যাচে আলো ছড়িয়ে ন্যাটিংহামশায়ারের ওপেনার হাসিব হামিদও টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অভিষেক ম্যাচেই শাস্তির মুখে পড়েছিলেন রবিনসন। কয়েক বছর আগের বিতর্কিত টুইটের জেরে নিষিদ্ধ করা হয়েছিল তাকে।


promotional_ad

সেই সঙ্গে জরিমানাও গুনতে হয়েছে। নিষেধাজ্ঞা স্থগিত থাকায় অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তার কোনো বাধা নেই। স্টোকস অবশ্য চোট কাটিয়ে ফিরেছেন।


প্রথমে ঘরোয়া ক্রিকেট দিয়ে প্রত্যাবর্তন করেছেন তিনি। এরপর ইংল্যান্ডের মূল দলের কয়েক ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে পুরো দলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়।


আর স্টোকসকে অধিনায়ক করে নতুন দল ঘোষণা করা হয়। এরপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়ে। এবার ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আবারও সাদা পোশাকে ফিরছেন তিনি।


চোটের জন্য প্রথম দুই টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি পেসার জোফরা আর্চার ও ক্রিস ওকসের। টেস্ট স্কোয়াডে ফিরেছেন জস বাটলার, জনি বেয়ারস্টো ও স্যাম কারান।


ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জেমন অ্যান্ডরসন, জনি বেয়ারস্টো, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, অলি রবিনসন, ডমিনির সিবলি, বেন স্টোকস ও মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball