promotional_ad

ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে সাইফউদ্দিনের

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। একটা সময় জয় অনিশ্চিত হয়ে পড়া ম্যাচে বাংলাদেশকে শেষ হাসি এনে দেয় সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিনের জুটি। ম্যাচ শেষের পরের দিনই সাইফউদ্দিন জানালেন, ছোটবেলার স্বপ্নই ছিল সাকিবের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ জেতানো।


২৪১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৭৩ রানের মধ্যেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। ১১ ওভার দলের জয় পেতে তখন প্রয়োজন ৬৮ রান। একপ্রান্তে সাকিব অবিচল থাকলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। কিন্তু ৮ম উইকেট জুটিতে সাকিবকে দারুণ সঙ্গ দেন সাইফউদ্দিন।


promotional_ad

দুজনে মিলে ৬৯ রানের জুটি গড়ে দলে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। সাইফউদ্দিন অপরাজিত থাকেন ৩৪ বলে ২৮ রান করে। সাকিব অপরাজিত ছিলেন ৯৬ রান করে। দলের বিপর্যয়ের মুহুর্তেও ছোটবেলার স্বপ্ন পূরণ করার সুযোগ আসায় হাতছাড়া করতে দেননি সাউফউদ্দিন।


তিনি বলেন, 'তখন ৭০ রানের মত দরকার ছিল। সত্যি বলতে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সাকিব ভাইয়ের সঙ্গে জুটি গড়ে দলকে জেতানো। আগেও হয়ত কয়েকবার বলেছি। সুযোগটা কাল এসেছে। স্মরণীয় করে রাখতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি।'


তিনি আরো বলেন, 'অনেক সময় খারাপ বল পেয়েছি কিন্তু দলের প্রয়োজনে ডট দিতে হয়েছে, বড় শট খেলিনি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিংয়ের চেষ্টা করেছি। সাকিব ভাই যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছে। এজন্য আমার কাজ সহজ হয়েছে। যেহেতু সাকিব ভাই ক্রিজে ছিল, আত্মবিশ্বাস ছিল বেশি ডট না খেলে সিঙ্গেল নিয়ে ম্যাচ ছোট করতে পারলে ফলাফল পক্ষে আসবে।'


ম্যাচ শেষে ৯৬ রানে অপরাজিত থাকা সাকিব ২৮ রান করা সাইফউদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ হন। সাইফউদ্দিন নিজেও অনুধাবন করতে পারছেন, দলীয় খেলা ক্রিকেটে ছোট ইনিংসও রাখতে পারে বড় অবদান।


এ প্রসঙ্গে তিনি যোগ করে বলেন, 'অন্যান্য খেলার চেয়ে ক্রিকেট বেশিরভাগ অংশেই দলীয় খেলা। ছোট ছোট পার্টনারশিপ, ছোট ছোট অবদান দলের জয়ে বেশ ভূমিকা রাখে। গত দুই ম্যাচে তাই হয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball