promotional_ad

‘জৈব ‍সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা খাঁচায় বন্দি সার্কাসের জন্তুর মতো’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রায় এক বছর হলো করোনাকালীন মাঠে ফিরেছে ক্রিকেটে। এই সময়ে ক্রিকেট মাঠে ফিরলেও ক্রিকেটার ও সংশ্লিষ্টদের বিভিন্ন নিয়মের বেড়াজালে পড়ে থাকতে হচ্ছে। তাতে হাঁপিয়ে উঠছেন বেশিরভাগ ক্রিকেটাররা।জৈব সুরক্ষা বলয়ের কষ্টের কথা প্রকাশ করতে গিয়ে হতাশার কথা জানিয়েছেন তাবরাইজ শামসি। দক্ষিণ আফ্রিকার এই স্পিনার মনে করেন, জৈব সুরক্ষা বলয়ে থাকাটা ক্রিকেটারদের জন্য খাঁচায় বন্দি জন্তুর মতো।


গেল বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজ দিয়ে খেলা ফেরায় অনেকেই স্বাগত জানিয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা। দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে পরিবার পরিজন ছাড়া থাকায় বেশ কয়েকবারই কয়েকজন ক্রিকেটার কষ্টের কথা জানিয়েছিলেন।


promotional_ad

এখনও যে কোন সিরিজ আয়োজনে সবচেয়ে বড় শর্ত ক্রিকেটারদের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করা। এদিকে ক্রিকেটারদের মানসিক ধকলের কথা মাথায় রেখে আসন্ন ইংল্যান্ড-ভারত সিরিজে জৈব সুরক্ষা বলয় শিথিল করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


অনেকেই এর বিরোধীতা করলেও অনেক ক্রিকেটারই অবশ্য এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। জৈব সুরক্ষা বলয় শিথিল নিয়ে ক্রিকইনফোর এক টুইটের রিটুইটে হতাশার কথা জানিয়েছেন শামসি। তাঁদের হতাশার ব্যাপারগুলো কেউ বুঝে না বলেও দাবি করেছেন।


এ প্রসঙ্গে শামসি লিখেছেন, ‘আমার মনে হয় না এই জিনিসগুলো আমাদের পরিবার, আমাদের ওপর এবং ক্রিকেটের বাইরের জীবনযাপনের ওপর ঠিক কতটা প্রভাব ফেলে সেই বিষয়টা সকলে ঠিকমতো বুঝতে সক্ষম।’


তিনি আরও লিখেছেন, ‘কখনও কখনও তো মনে হয় আমরা খাঁচায় বন্দি সার্কাসের কোন জন্তু। আমাদের তখনই খাঁচা থেকে বের করা হয় যখন আমাদের অনুশীলন বা দর্শকদের মনোরঞ্জন করার জন্য ম্যাচ খেলতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball