Connect with us

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

‘জৈব ‍সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা খাঁচায় বন্দি সার্কাসের জন্তুর মতো’


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

প্রায় এক বছর হলো করোনাকালীন মাঠে ফিরেছে ক্রিকেটে। এই সময়ে ক্রিকেট মাঠে ফিরলেও ক্রিকেটার ও সংশ্লিষ্টদের বিভিন্ন নিয়মের বেড়াজালে পড়ে থাকতে হচ্ছে। তাতে হাঁপিয়ে উঠছেন বেশিরভাগ ক্রিকেটাররা।জৈব সুরক্ষা বলয়ের কষ্টের কথা প্রকাশ করতে গিয়ে হতাশার কথা জানিয়েছেন তাবরাইজ শামসি। দক্ষিণ আফ্রিকার এই স্পিনার মনে করেন, জৈব সুরক্ষা বলয়ে থাকাটা ক্রিকেটারদের জন্য খাঁচায় বন্দি জন্তুর মতো।

গেল বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজ দিয়ে খেলা ফেরায় অনেকেই স্বাগত জানিয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা। দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে পরিবার পরিজন ছাড়া থাকায় বেশ কয়েকবারই কয়েকজন ক্রিকেটার কষ্টের কথা জানিয়েছিলেন।

এখনও যে কোন সিরিজ আয়োজনে সবচেয়ে বড় শর্ত ক্রিকেটারদের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করা। এদিকে ক্রিকেটারদের মানসিক ধকলের কথা মাথায় রেখে আসন্ন ইংল্যান্ড-ভারত সিরিজে জৈব সুরক্ষা বলয় শিথিল করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অনেকেই এর বিরোধীতা করলেও অনেক ক্রিকেটারই অবশ্য এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। জৈব সুরক্ষা বলয় শিথিল নিয়ে ক্রিকইনফোর এক টুইটের রিটুইটে হতাশার কথা জানিয়েছেন শামসি। তাঁদের হতাশার ব্যাপারগুলো কেউ বুঝে না বলেও দাবি করেছেন।

এ প্রসঙ্গে শামসি লিখেছেন, ‘আমার মনে হয় না এই জিনিসগুলো আমাদের পরিবার, আমাদের ওপর এবং ক্রিকেটের বাইরের জীবনযাপনের ওপর ঠিক কতটা প্রভাব ফেলে সেই বিষয়টা সকলে ঠিকমতো বুঝতে সক্ষম।’

তিনি আরও লিখেছেন, ‘কখনও কখনও তো মনে হয় আমরা খাঁচায় বন্দি সার্কাসের কোন জন্তু। আমাদের তখনই খাঁচা থেকে বের করা হয় যখন আমাদের অনুশীলন বা দর্শকদের মনোরঞ্জন করার জন্য ম্যাচ খেলতে হবে।’

সর্বশেষ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

হার্দিকের চোটে উদ্বিগ্ন মুম্বাই, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

সৌরভের কারণেই ডানহাতি আইয়ার এখন বাঁহাতি

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ভেঙ্কটেশের মধ্যে যুবরাজের ছায়া দেখছেন পার্থিব

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ম্যাচ জিতেও জরিমানা গুনতে হলো মরগানদের

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ইপিএল খেলতে দেশ ছাড়লেন তামিম

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

৪ ডিসেম্বর শুরু এলপিএল

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বিলালের সেঞ্চুরিতে বাংলাদেশের যুবাদের বিপক্ষে আফগানদের লিড

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

আকবর-জয়ের ব্যাটে এইচপির লিড

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বিশ্বকাপের আগে ছক্কা হাঁকানোয় ব্যস্ত মার্শ

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বোলিংয়ে কলকাতা, নেই সাকিব

আর্কাইভ

বিজ্ঞাপন