promotional_ad

দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন লিটন, শঙ্কায় মুস্তাফিজ

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অসাধারণ একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস। সেঞ্চুরি হাঁকালেও তাকে নিয়ে জেঁকে বসেছিল ইনজুঁরির শঙ্কা। প্রথম ওয়ানডেতে কিপিং করতেও দেখা যায়নি তাকে। অন্যদিকে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোঁট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, খেলেননি প্রথম ওয়ানডেতে।


অবশ্য দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল জানালেন, দ্বিতীয় ওয়ানডেতে খেলছেন লিটন। তবে মুস্তাফিজকে ঘিরে শঙ্কা কাটেনি। ম্যাচের আগে দিন পর্যন্ত নিশ্চিত নয় তার খেলা। দ্বিতীয় ওয়ানডে খেলার সুযোগ থাকলেও সেটি ম্যাচের আগে জানা যেতে পারে। সঙ্গে জানিয়েছেন নিজের ইনজুরি সম্পর্কেও।


promotional_ad

তামিম বলেন, 'আমার ব্যাপারে তো কম বেশি বলা হয়ে গেছে। এই তিনটা ম্যাচই কম বেশি ঝুঁকি নিয়ে খেলতে হচ্ছে। কিন্তু আমি কোনোরকমে ম্যানেজ করছি। লিটনের অবস্থা আমি যতটা জানি এখন আগের চেয়ে অনেক ভালো। সে হয়তো আগামীকালের জন্য নিশ্চিত। মুস্তাফিজেরটা এখনো ফিফটি ফিফটি। আজ বিকেলের দিকে আরেকটু ভালো বলতে পারব। এছাড়া সবাই ফিট।'


উল্লেখ্য যে, রান নেওয়ার সময় পায়ে পা লেগে ছিটকে গেলে ডানহাতের কব্জিতে ব্যাথা পান লিটন। পরবর্তীতে ফিজিওর সাময়িক ট্রিটমেন্টে ব্যাটিং চালিয়ে যান। আর মুস্তাফিজ প্রস্তুতি ম্যাচে বোলিংয়ের সময় ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান। ইনিংসের প্রথম ওভার থেকেই তিনি অস্বস্তিতে ছিলেন। এরপর ওই ওভারের শেষ বলটা না করেই মাঠ থেকে উঠে যান।


এদিকে প্রথম ওয়ানডেতে শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক তামিম সহ সাকিব, মোহাম্মদ মিঠুন কিংবা মোসাদ্দেক আলিরা। তাই এখনো উন্নতির অনেকগুলো জায়গা দেখছেন ওয়ানডে অধিনায়ক। তবে বাংলাদেশের বোলিং নিয়ে তিনি বেশ খুশি।


তামিম বলেন, 'উন্নতির তো কোনো শেষ নেই। তবে কম রানে যদি তিনটা উইকেট পড়ে যাওয়া আদর্শ না। টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি, তাহলে দল হয়তো এমন অবস্থায় পড়বে না। চেষ্টা করব যে পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে। এছাড়া আমাদের বোলিং নিয়ে আমি খুবই খুশি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball