promotional_ad

ধাওয়ানদের দেখে হিংসে হচ্ছে আরনল্ডের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। আসন্ন এই সিরিজের জন্য দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কায় গেছে ভারতীয়রা। অবশ্য এই দলটিকে দেখেই হিংসে হচ্ছে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রাসেল আরনল্ডের।


শীর্ষ বেশ কয়েকজন তারকা না থাকলেও শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের মতো লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট মাতানো ক্রিকেটার রয়েছেন। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলের এই দলটিকে দেখেই মুগ্ধ হয়েছেন এই সাবেক লঙ্কান ক্রিকেটার।


promotional_ad

তিনি বলেন, 'ভারতের এই ক্রিকেটাররা আছে দেখে আমার হিংসে হচ্ছে। এমনকি এই দলটাকে দেখে এবং তাদেরকে খেলতে দেখে। আমরা তাদের কোয়ালিটি দেখেছি। শিখর ধাওয়ানের অনেক অভিজ্ঞতা আছে, পান্ডিয়া, চাহাল, কুলদীপ যাদব তাদেরও। তাদের এমন উজ্জ্বল প্রতিভা আছে।'


ভারতের এই দলে অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার আছেন। তারা হলেন, দেবদূত পাডিক্কাল, ঋতুরাজ গায়কোয়াড, নিতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম, বরুন চক্রবর্তী ও চেতন সাকারিয়া। এই দলে রোহিত শর্মা বা বিরাট কোহলি না থাকায় তরুণরা সুযোগ লুফে নিতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় আছেন আরনল্ড।


তিনি বলেন, 'আমরা জানি তাদের তরুণদের প্রসঙ্গে তারা কি করতে পারে। এখন দেখার বিষয় তারা পারফর্ম করতে পারে কিনা এই প্ল্যাটফর্মে। কারণ এখানে রোহিত অথবা বিরাট নেই। তারা কি পরবর্তী ধাপে যেতে পারবে? আমি এটা দেখার জন্য উদগ্রীব হয়ে বসে আছি। ভারতের এই অবস্থা দেখে আমার আসলেই হিংসে হচ্ছে।'


শ্রীলঙ্কার আভিষ্কা ফার্নান্দোর নামে বাজি ধরেছেন আরনল্ড। তিনি বলেন, 'শ্রীলঙ্কার কথা বললে আমার টপ অর্ডারে আমার বাজি আভিষ্কা ফার্নান্দো। যদি ভারতের কথা চিন্তা করি তাহলে ধাওয়ান ও পান্ডিয়া দারুণ পারফর্ম করতে পারে। কিন্তু আমি পৃথ্বী শর কথা বলবো। সে ভালো রান করতে পারে। আশা করি সে আমাকে সঠিক প্রমাণ করবে সবাইকে বিনোদন দিয়ে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball