promotional_ad

সোহান একাদশে জায়গা পাওয়ার অন্যতম দাবিদার: তামিম

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়ে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। দল ঘোষণা আগে ছুটি নেয়ায় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে টি-টোয়েন্টি সিরিজেও পাওয়া যাচ্ছে না। মুশফিক না থাকায় ওয়ানডে সিরিজে কপাল খুলতে পারে নুরুল হাসান সোহানের। 


যদিও সিরিজ শুরুর আগের দিন সোহানের একাদশে থাকার নিশ্চয়তা দিতে পারেননি তামিম ইকবাল। তবে  ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, সোহান একাদশে জায়গা পাওয়ার অন্যতম একজন দাবিদার।


promotional_ad

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘সোহান অত্যন্ত ভালো করেছে। এমন নয় একটা টুর্নামেন্টে, গত ৪-৫ টুর্নামেন্টেই সে ভালো করছে। এজন্যই তাকে দলে রাখা হয়েছে। একাদশে জায়গা হবে কি হবে না বলতে পারব না। তবে সে একাদশে জায়গা পাওয়ার অন্যতম একজন দাবিদার।’


গেল কয়েক মৌসুমে ধরেই ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দারুণভাবে সাফল্য পাচ্ছেন সোহান। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। তাঁর বদৌলতেই এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। 


সোহান মূলত লোয়ার অর্ডারে ব্যাট করে থাকেন। যেখানে ফিনিশার হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকতের খেলার সম্ভাবনা খুব বেশি। তবে সুযোগ থাকলে সোহানকে অবশ্যই খেলার পক্ষপাতি তামিম। বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক বিশ্বাস করেন, সোহান সুযোগ পেলে ভালো করবে। 


তামিম বলেন, ‘সুযোগ থাকলে, যে পজিশনে ব্যাট করে সেখানে জায়গা থাকলে অবশ্যই... তাকে নিয়ে আমার আত্মবিশ্বাস আছে। আমি নিশ্চিত সুযোগ পেলে ও ভালো করবে। সে যেভাবে ট্রেনিং করছে তা দারুণ। যেকোনো অধিনায়কই তাকে দলে রাখলে খুশি হবে।’


ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমানকে না পেলে মুশফিকসহ দলের দুজন সেরা খেলোয়াড়কে পাবে না বাংলাদেশ। এই বিষয়টি মাথায় রেখেই সম্ভাব্য সেরা একাদশ সাজাতে চান তামিম। তিনি বলেন, ‘দলে ইতিবাচক ভাইব নিয়ে এসেছে। আমাদের সম্ভাব্য সেরা একাদশই গড়তে হবে। মুস্তাফিজ না থাকলে আমরা দুইজন মূল খেলোয়াড় পাবো না। এটা মাথায় রেখে সেরা একাদশই সাজাতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball