Connect with us

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ

জুন মাসের সেরা হওয়ার দৌঁড়ে জেমিসন-ডি কক


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

গেল জুন মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌঁড়ে থাকা তিন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পেয়েছেন কুইন্টন ডি কক, কাইল জেমিসন ও ডেভন কনওয়ে। আইসিসির ভোটিং পদ্ধতির মাধ্যমে একজন জিতবেন জুনের সেরা খেলোয়াড়ের খেতাব।

জুনের প্রথম সপ্তাহে ইল্যাংন্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় কনওয়ের। যেখানে ইংলিশদের বিপক্ষে নিজের অভিষেক টেস্টেই ডাবল সেঞ্চুরি করেন বাঁহাতি এই ওপেনার। সিরিজের দ্বিতীয় টেস্টেও পেয়েছিলেন হাফ সেঞ্চুরির দেখা।

ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালসহ তিন টেস্টে ৬৩.১৬ গড়ে ৩৭৯ রান করেছেন কনওয়ে। তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জেমিসন। গেল মাসে ১৭.৪০ গড়ে ১০ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন ডি কক।  টেস্টে ১১৮.৫০ গড়ে ২৩৭ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যেখানে ১৪১ ও ৯৬ রানের দুটি ইনিংস রয়েছে তাঁর। টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত ছিলেন তিনি। 

১৪২.১০ স্ট্রাইক রেটে ১৩৫ রান করেছেন ডি কক। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। যে কারণে জুনের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে খানিকটা এগিয়েই থাকবেন তিনি। 

এদিকে জুনের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে তিন নারী ক্রিকেটারের তালিকাও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যেখানে জায়গা পেয়েছেন ভারতের শেফালি ভার্মা, স্নেহ রানা ও ইংল্যান্ডের সোফিয়া একলেস্টোন।

সর্বশেষ

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

স্কটল্যান্ডকে চমকে দিয়ে জিতল নামিবিয়া

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

সমালোচনায় মজা পান ওয়ার্নার

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

চেষ্টা করছি কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না: নাসুম

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

ফেসবুক নয় ক্রিকেটে মনোযোগ দাও, মুশফিকদের উদ্দেশ্যে দুর্জয়

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

স্বার্থের সংঘাতে মোহন বাগানের দায়িত্ব ছাড়ছেন সৌরভ

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

টি-টোয়েন্টিতে শীর্ষে ফিরলেন সাকিব

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে নামল বাংলাদেশ

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

বেটিং কোম্পানির সঙ্গে আইপিএলের যোগসূত্র, তদন্ত চলছে

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

ওয়াকারের ‘জিহাদি মন্তব্যে’ প্রসাদের ক্ষোভ, অবাক হার্শাও

আর্কাইভ

বিজ্ঞাপন