promotional_ad

জুন মাসের সেরা হওয়ার দৌঁড়ে জেমিসন-ডি কক

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গেল জুন মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌঁড়ে থাকা তিন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পেয়েছেন কুইন্টন ডি কক, কাইল জেমিসন ও ডেভন কনওয়ে। আইসিসির ভোটিং পদ্ধতির মাধ্যমে একজন জিতবেন জুনের সেরা খেলোয়াড়ের খেতাব।


জুনের প্রথম সপ্তাহে ইল্যাংন্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় কনওয়ের। যেখানে ইংলিশদের বিপক্ষে নিজের অভিষেক টেস্টেই ডাবল সেঞ্চুরি করেন বাঁহাতি এই ওপেনার। সিরিজের দ্বিতীয় টেস্টেও পেয়েছিলেন হাফ সেঞ্চুরির দেখা।


promotional_ad

ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালসহ তিন টেস্টে ৬৩.১৬ গড়ে ৩৭৯ রান করেছেন কনওয়ে। তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জেমিসন। গেল মাসে ১৭.৪০ গড়ে ১০ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন ডি কক।  টেস্টে ১১৮.৫০ গড়ে ২৩৭ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যেখানে ১৪১ ও ৯৬ রানের দুটি ইনিংস রয়েছে তাঁর। টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত ছিলেন তিনি। 


১৪২.১০ স্ট্রাইক রেটে ১৩৫ রান করেছেন ডি কক। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। যে কারণে জুনের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে খানিকটা এগিয়েই থাকবেন তিনি। 


এদিকে জুনের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে তিন নারী ক্রিকেটারের তালিকাও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যেখানে জায়গা পেয়েছে?? ভারতের শেফালি ভার্মা, স্নেহ রানা ও ইংল্যান্ডের সোফিয়া একলেস্টোন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball