promotional_ad

হারারেতে বাংলাদেশের জন্য জিম্বাবুয়ের বাউন্সি উইকেট

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর আর মাত্র একদিন বাকি থাকলেও এখনও হারারে স্পোর্টস ক্লাব মাঠের উইকেট দেখতে পারেনি বাংলাদেশ। গ্রাউন্ডসম্যানরা উইকেট দেখতে না দেয়ায় সোমবার (৫ জুলাই) আক্ষেপ করেছিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।


টেস্ট শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও জানিয়েছেন বাংলাদেশ এখনও উইকেট দেখতে পারেনি। এদিকে মুমিনুলের খানিক বাদে সংবাদ সম্মেলনে এসে জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলর জানালেন, সিরিজের একমাত্র টেস্টে তিনি বাউন্সি উইকেট চান।


promotional_ad

বেশ কিছুদিন আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে জিম্বাবুয়ে। যেখানে দলগতভাবে একেবারেই ভালো করতে পারেনি তাঁরা। পুরো সিরিজে বল হাতে দাপট দেখিয়েছিলেন দুই দলের পেসাররা। হাসান আলি ও শাহীন শাহ আফ্রিদিরা ছিলেন দুর্দান্ত।


বল হাতে দুর্দান্ত ছিলেন জিম্বাবুয়ের ব্লেসি মুজারাবানিও। সাফল্য পেয়েছিলেন পাকিস্তানের স্পিনার নওমান আলি। কারণ এই সময়টা হারারের উইকেট খানিকটা স্পিনারদের সহায়তা করে। পাকিস্তান সিরিজের মতো একই উইকেট দেখা যেতে পারে বাংলাদেশের বিপক্ষেও।


উপমহাদেশের দল হওয়ায় ধীরগতির ও স্পিন বান্ধব উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ। স্পিন বান্ধব উইকেট বানিয়ে বাংলাদেশের ফাঁদে পড়তে চায় না জিম্বাবুয়ে। যে কারণে হারারে টেস্টে দ্রুতগতির ও বাউন্সি উইকেট চান টেলর। এমনটা ফলে একমাত্র টেস্টে দাপট দেখা যাবে দুই দলের পেসারদের।


এ প্রসঙ্গে টেলর বলেন, ‘অবশ্যই আমরা চাইব ফাস্ট ও বাউন্সি উইকেট পেতে, ওদের ব্যাটের কানা খুঁজে নিতে। চাইবো না যেন বেশি মন্থর হয়, তাহলে তা ওদের পক্ষে চলে যাবে। ওরা অভিজ্ঞ ও মানসম্পন্ন দল। ঘরের কন্ডিশনের ব্যাপারটিই এমন। আশা করি, তা আমাদের পক্ষে থাকবে। তবে এসব সামলানোর জন্য যথেষ্ট ভালো দল ওরা। কাজেই আমরা জানি, খুব ভালো দলের বিপক্ষে লড়তে হবে আমাদের।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball