Connect with us

জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

হারারেতে বাংলাদেশের জন্য জিম্বাবুয়ের বাউন্সি উইকেট


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর আর মাত্র একদিন বাকি থাকলেও এখনও হারারে স্পোর্টস ক্লাব মাঠের উইকেট দেখতে পারেনি বাংলাদেশ। গ্রাউন্ডসম্যানরা উইকেট দেখতে না দেয়ায় সোমবার (৫ জুলাই) আক্ষেপ করেছিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

টেস্ট শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও জানিয়েছেন বাংলাদেশ এখনও উইকেট দেখতে পারেনি। এদিকে মুমিনুলের খানিক বাদে সংবাদ সম্মেলনে এসে জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলর জানালেন, সিরিজের একমাত্র টেস্টে তিনি বাউন্সি উইকেট চান।

বেশ কিছুদিন আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে জিম্বাবুয়ে। যেখানে দলগতভাবে একেবারেই ভালো করতে পারেনি তাঁরা। পুরো সিরিজে বল হাতে দাপট দেখিয়েছিলেন দুই দলের পেসাররা। হাসান আলি ও শাহীন শাহ আফ্রিদিরা ছিলেন দুর্দান্ত।

বল হাতে দুর্দান্ত ছিলেন জিম্বাবুয়ের ব্লেসি মুজারাবানিও। সাফল্য পেয়েছিলেন পাকিস্তানের স্পিনার নওমান আলি। কারণ এই সময়টা হারারের উইকেট খানিকটা স্পিনারদের সহায়তা করে। পাকিস্তান সিরিজের মতো একই উইকেট দেখা যেতে পারে বাংলাদেশের বিপক্ষেও।

উপমহাদেশের দল হওয়ায় ধীরগতির ও স্পিন বান্ধব উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ। স্পিন বান্ধব উইকেট বানিয়ে বাংলাদেশের ফাঁদে পড়তে চায় না জিম্বাবুয়ে। যে কারণে হারারে টেস্টে দ্রুতগতির ও বাউন্সি উইকেট চান টেলর। এমনটা ফলে একমাত্র টেস্টে দাপট দেখা যাবে দুই দলের পেসারদের।

এ প্রসঙ্গে টেলর বলেন, ‘অবশ্যই আমরা চাইব ফাস্ট ও বাউন্সি উইকেট পেতে, ওদের ব্যাটের কানা খুঁজে নিতে। চাইবো না যেন বেশি মন্থর হয়, তাহলে তা ওদের পক্ষে চলে যাবে। ওরা অভিজ্ঞ ও মানসম্পন্ন দল। ঘরের কন্ডিশনের ব্যাপারটিই এমন। আশা করি, তা আমাদের পক্ষে থাকবে। তবে এসব সামলানোর জন্য যথেষ্ট ভালো দল ওরা। কাজেই আমরা জানি, খুব ভালো দলের বিপক্ষে লড়তে হবে আমাদের।’

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কোহলি নেতৃত্ব ছাড়ায় অবাক ব্রায়ান লারা

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

মুম্বাইতে খেলেই বিশ্বজুড়ে ভক্ত পেয়েছি: মালিঙ্গা

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কিউইদের ওপর দোষ চাপিও না, হাফিজকে ম্যাকক্লেনাঘান

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

অস্ট্রেলিয়ার বিমান ধরতে প্রস্তুত ব্রড

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

মিরপুরে ফিরেই তামিমের আগ্রাসী ব্যাটিং অনুশীলন

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

দ্বিতীয় ভাগে দারুণ খেলবে কলকাতা, আশাবাদী সাকিব

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

শুক্রবার সবকিছু বদলে গেছে, নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

প্রীতি ম্যাচ আয়োজনে পিসিবির রাডারে ১০০ বিদেশি ক্রিকেটার

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

আর্কাইভ

বিজ্ঞাপন