promotional_ad

আত্মবিশ্বাসী মুশফিক, তামিমকে ঘিরে অনিশ্চয়তা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। যে কারণে ডিপিএলের এবারের আসরের সুপার লিগে খেলা হয়নি তামিমের। এদিকে সুপার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে নামলেও পুরো মৌসুম শেষ করতে পারেননি মুশফিক। 


জিম্বাবুয়ে সফরের কথা মাথায় রেখে তাঁদের বিশ্রাম দিয়েছিল দলগুলো। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের সময় ঘনিয়ে আসলেও অনিশ্চয়তা কাটেনি তামিমকে নিয়ে। তবে টেস্ট খেলতে মুশফিক বেশ আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।


promotional_ad

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘মুশফিক আত্মবিশ্বাসী যে, সে খেলার মতো ফিট হয়ে উঠতে পারবে। তার পুনর্বাসন দারুণ হয়েছে। সবকিছু ঠিক পথেই আছে। তার খেলা নিয়ে আত্মবিশ্বাসী। তামিম এখনও শতভাগ নিশ্চিত না। তাকে নিয়ে সংশয় আছে। অদূর ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার ধারণা।’


ডিপিএলের এবারের আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তামিম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে খেলার সময় ডান হাঁটুতে চোট পান বাঁহাতি এই ওপেনার। এরপর তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিল চিকিৎসকরা। 


গ্রুপ পর্বে নিয়মিত খেললেও এবারের আসরে অবশ্য তামিমের সেরা চেহারা দেখা যায়নি। ডিপিএলে ১১ ইনিংসে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মোটে একটি। ২৭.৮১ গড় ও ১১৩.৭৫ স্ট্রাইক-রেটে করেছেন ৩০৬ রান। 


এদিকে সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলার সময় বাঁহাতের তর্জনী আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। পরবর্তীতে বিশ্রাম নেয়ায় খানিকটা দ্রুতই সেরে উঠেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। জিম্বাবুয়ে সফরে শুধুমাত্র ওয়ানডে ও টেস্ট খেলবেন মুশফিক। কারণ টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball