Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বড় মঞ্চ: স্টার্ক


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

দরজায় কড়া নারছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের এই বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে ক্রিকেট খেলুড়ে সবদেশই এই ফরম্যাট নিয়ে বাড়তি মনোযোগী। অস্ট্রেলিয়াও পিছিয়ে নেই তাতে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে দলটি।

১০ জুলাই টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার লড়াই। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি আইসিসির এই বৈশ্বিক আসরে অজিদের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন মিচেল স্টার্ক। 

ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। যদিও সিরিজটি এখনও চূড়ান্ত হয়নি। তবে সিরিজ চূড়ান্ত হলে স্টার্ক এতো অল্প সময়ের ব্যবধানে এই প্রথম টানা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।

২০১৯-২০ মৌসুমে টানা ৯টি টি-টোয়েন্টির ৮টিতে খেলেছিলেন স্টার্ক। যা ছিল শ্রীলঙ্কা, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে সেই সিরিজগুলো এতো অল্প সময়ের ব্যবধানে মাঠে গড়ায়নি। এছাড়া চোটের কারণে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি এই অজি।

স্টার্ক বলেন, 'এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়ার। আমার মনে হয় না গেল ৪ বছরে এতো অল্প সময়ের ভেতর আমি কখনও ১০টা ম্যাচ একসঙ্গে খেলেছি। এটা হলে ভালোই হবে আমি ছন্দে ফিরতে পারব দ্রুতই।' 

'গ্রীষ্মের শেষে আমি পুরোপুরি মনোযোগী ছিলাম লাল বলের ক্রিকেটে। এখন শুধুই সাদা বলের খেলা। আগামী কয়েকমাস এ নিয়েই থাকতে হবে। আমাদের ছোট ছোট স্পেলে বল করতে হবে, আরও মনোযোগী হতে হবে। ফরম্যাট বদলাতে আমার প্রস্তুতির ধরণ অতোবেশি বদলায় না। তারপরও অনেক পরিকল্পনা করতে হবে এবং বাড়তি মনোযোগ দিতে হবে।'

সর্বশেষ

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

রাহুলকে তৈরি করার পরামর্শ গাভাস্কারের

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ভবিষ্যতের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে: সৌরভ

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়তে পারতেন কোহলি, মন্তব্য হার্শার

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

পান্তের ওপরই ভরসা রাখছে দিল্লী

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

কোহলির অধীনেই বিশ্বকাপ জিতবে ভারত!

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি নিয়ে আকাশের কড়া সমালোচনা

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

চট্টগ্রামে শান্তর আক্ষেপের দিন

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

শতভাগ নিশ্চিত আমরা বিশ্বকাপ জিতছি: ম্যাক্সওয়েল

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

নিজেকে সুপারফিট করে আবারও ফিরতে চান আল আমিন

আর্কাইভ

বিজ্ঞাপন