promotional_ad

আয়ারল্যান্ড দলে ফিরলেন ক্যাম্পফার

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। ১৫ সদস্যের দলে ফিরেছেন কার্টিস ক্যাম্পফার। গত মেতে তার অ্যাঙ্কেলে অস্ত্রপাচার করানো হয়।


সেই ইনজুরি কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন ক্যাম্পফার। আগামী ১১ জুলাই থেকে আয়ারল্যান্ডের ম্যালাহাইডে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি।


সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে স্টরমন্টে। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে নিজেদের মাটিতে ওয়ানডে সুপার লিগের সিরিজ আয়োজন করতে পেরে আনন্দিত প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট।


promotional_ad

তিনি বলেন, 'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের সিরিজটি নিজেদের মাটিতে আমাদের জন্য প্রথম এই ধরনের ফিক্সচারের প্রতিনিধিত্ব করছে। যখন একটি কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তখন আমরা আত্মবিশ্বাসী যে আমরা নির্বাচিত দলটি গ্রাহাম ফোর্ড এবং অ্যান্ড্রু বালবার্নেকে প্রচুর বিকল্প সরবরাহ করবে।'


তিনি আরো বলেন, 'আমরা কার্টিস ক্যাম্পারকে ইনজুরি থেকে ফিরিয়ে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমি জানি যে সে নিজের সেরাটা দেবে। গ্রাহাম কেনেডির চূড়ান্ত সম্ভাবনাও এমন একটি বিষয় যা আমরা বজায় রাখতে চাই।'


ওয়ানডে দল: অ্যান্ড্রু বালবার্নে (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্রাহাম কেনেডি, জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, গ্রায়েম ম্যাককার্টার, ব্যারি ম্যাককার্থি, উইলিয়াম পোর্টারফিল্ড, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেগ ইয়ং।


টি-টোয়েন্টি দল: অ্যান্ড্রু বালবার্নে (অধিনায়ক), মার্ক এডের, জর্জ ডকরেল, শেন গেটকেট, জস লিটল, ব্যারি ম্যাককার্থি, উইলিয়াম ম্যাকক্লিনটক, কেভিন ও ব্রায়েন, রেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেগ ইয়ং, বেন হোয়াইট।


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball