promotional_ad

ইমরানে খানের নির্দেশে এবারও পিসিবির চেয়ারম্যান হচ্ছেন মানি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বের যেকোনো ক্রিকেট বোর্ডেই কোন প্রকার রাজনৈতিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। সরকারের প্রভাব টের পেলেই বোর্ডগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় ক্রিকেটেরর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। কিন্তু পাকিস্তানের ক্রিকেটে যেন চিত্রটা ভিন্ন। 


কারণ টানা দ্বিতীয়বারের মত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্ধারণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও ক্রিকেটের খোঁজ খবর সহ আলাদা নজর থাকে বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের।


তাই নর্তমান বোর্ডের নেতৃত্বে থাকা এহসান মানিকেই পছন্দ ইমরানের। ২০১৮ সালে তিন বছরের জন্য পিসিবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল তাকে। এ বছরের আগস্টে নতুন করে নির্বাচন হওয়ার কথা ছিল।


promotional_ad

তার আগে ২১ জুন প্রধানমন্ত্রী ইমরানের সাথে সাক্ষাৎ করেন মানি। ইমরান তখন তাকেই দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এবার চেয়ারম্যান নির্বাচিত হলে অবশ্য মানিকে পরেরবার পদ ছাড়তেই হবে।


নিয়ম অনুযায়ী, কেউই চেয়ারম্যান পদে টানা ছয় বছরের বেশি থাকতে পারবেন না। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর পরই মানিকে পিসিবি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন ইমরান। এমনকি চাপের মুখে পদত্যাগ করেন তৎকালীন পিসিবি প্রধান নাজাম শেঠি।


সে সময় পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছিল, ইমরানের ইচ্ছা-অনিচ্ছার কারণেই এসেছে এই পরিবর্তন। পিসিবি প্রধান হওয়ার আগে মানি আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৪৫ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন মানি।


১৯৫৯ থেকে ১৯৬৫ সময়কালে ডানহাতি ব্যাটসম্যান হিসেবে রাওয়ালপিন্ডি ক্লাব ও লাহোরের সরকারি কলেজ একাদশের হয়ে খেলেছেন। ১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আইসিসিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি।


এছাড়া ২০০৩ সালে আইসিসির সভাপতি হিসেবে নিযুক্ত হন। এছাড়া পিসিবি সভাপতি হওয়ার আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন মানি। এবার হয়তো আবারও পিসিবি চেয়ারম্যান হিসেবে থেকে যাবেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball