promotional_ad

অল্প সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় পরিবর্তন করতে চান না প্রিন্স

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জন লুইসের বদলি হিসেবে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। যদিও সেটি কেবলই মাত্র একটি সিরিজের জন্য। জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখাশোনা করবেন প্রিন্স। যেখানে একটি টেস্ট ও সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। 


বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নেয়ার পর ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান জানিয়েছেন, অল্প সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে বড় কোন পরিবর্তন করতে চান না।


promotional_ad

এ প্রসঙ্গে প্রিন্স বলেন, ‘অবশ্যই, এটি এক মাসের স্বল্প মেয়াদী চুক্তি এবং হাতে অল্প সময় রয়েছে। আদর্শগতভাবে এই পরিস্থিতিতে আপনি ব্যাটসম্যানদের কোন কিছুই পরিবর্তন করতে চাইবেন না। আমার ভূমিকা যেভাবে দেখছি সেটা হলো প্রধান কোচ রাসেলকে যতটা সম্ভব সহায়তা করা আর শর্ত অনুযায়ী প্রতিটি ম্যাচে নিজেদের প্রস্তুত করতে খেলোয়াড়দের যা প্রয়োজন তা সেটাতে ভূমিকা রাখা।’


তিনি আরও বলেন, ‘ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে কৌশল, খেলার পরিকল্পনা এবং আরও সুনির্দিষ্টভাবে বললে ব্যাটিংয়ের পরিকল্পনা করার পাশাপাশি কেউ একজন যেখানে প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের মাঝে সেটা আছে। কিন্তু খেলোয়াড় হিসেবে আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি মাঝে মাঝে কোচিং স্টাফের কাছে অনুমোদনের প্রয়োজন এবং এটা বলা যে আমরা সবাই একই ভাবনায় রয়েছি।’


ব্যাটসম্যান হিসেবে অভিজ্ঞ হলেও কোচিংয়ে খুব বেশি অভিজ্ঞতা নেই প্রিন্সের। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া প্রোটিয়া ‘এ’ দলের খণ্ডকালীন হেড কোচও ছিলেন সাবেক এই ব্যাটসম্যান। চলতি বছরের জানুয়ারিতে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের দায়িত্ব নিয়েছিলেন লুইস।


ইতোমধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সিরিজে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়া শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সফরেও বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছেন লুইস। তবে জিম্বাবুয়ে সিরিজের আগে তাঁকে সরিয়ে প্রিন্সকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে প্রিন্সের কাজ পছন্দ হলে বাড়তে পারে চুক্তির মেয়াদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball