promotional_ad

দুর্দান্ত ফিনিশিংয়ে প্রাইম দোলেশ্বরকে জেতালেন শামীম

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যাচ জিততে শেষ দুই ওভারে ১৬ রান প্রয়োজন ছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের। স্ট্রাইক প্রান্তে থাকা শামীম হোসেন পাটোয়ারী সেই রান তুলতে নিয়েছেন মাত্র ৫ বল। শরিফুলের ইসলামের ১৯তম ওভারের প্রথম পাঁচ বলে ১৯ রান তোলার সঙ্গে দুর্দান্ত ফিনিশিংয়ে প্রাইম দোলেশ্বরকে জেতালেন শামীম।


১২৭ রান তাড়া করার ম্যাচে ৩০ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেছেন তরুণ এই অলরাউন্ডার। এ ছাড়া সাইফ খেলেছেন ২৭ রানের ইনিংস। প্রাইম দোলেশ্বরের কাছে ৫ উইকেটে হেরে আবাহনী লিমিটেডের কাছে শীর্ষস্থান হারালো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।


জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রাইম দোলেশ্বর। ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন পুরো আসরে দারুণ সময় পার করা ইমরান উজ জামান। শরিফুলের বলে নাহিদুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১ রান করা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


promotional_ad

থিতু হতে পারেননি আরেক ওপেনার তৌকির খান। রুবেল হোসেনের বলে ডানহাতি এই ব্যাটসম্যান ফিরেছেন ৮ রান করে। এরপর অবশ্য ৩০ রানের জুটিতে গড়েন সাইফ হাসান ও ফজলে মাহমুদ রাব্বি। ১২ বলে ২০ রান করে রাব্বি ফিরলে ভাঙে তাঁদের এই জুটি।


সাইফও ফিরেছেন থিতু হয়ে। অলক কাপালির বলে নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩১ বলে ২৭ রান করে। ১৩ ওভারের মাঝে ৬৯ রানে ৪ উইকেট হারালে খানিকটা বিপাকে পড়ে প্রাইম দোলেশ্বর। শেষ ৬ ওভারে ৪৯ রান দরকার সেখান থেকে টেনে তোলেন শামীম।


দলীয় ১০০ রান পূর্ণ হলে সাজঘরে ফেরেন শামীমকে সঙ্গ দেয়া মার্শাল আইয়ুব। ডানহাতি এই ব্যাটসম্যান ফেরেন ২২ বলে ১৩ রান করে। তবে শেষ দিকে ৩০ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে দলকে একাই জেতান শামীম। প্রাইম ব্যাংকের হয়ে দুটি উইকেট নিয়েছেন রুবেল।


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ১২৬ রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। দলটির হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন রনি তালুকদার। এ ছাড়া নাহিদুল করেছেন ২৭ রান। প্রাইম দোলেশ্বরের হয়ে শফিউল ইসলাম চারটি ও কামরুল ইসলাম রাব্বি তিনটি উইকেট নিয়েছেন।


সংক্ষিপ্ত স্কোর:


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ১২৬/১০ (ওভার ১৯.৫) (রনি ৫৯, নাহিদুল ২৭, শফিউল ৪/৩৬, রাব্বি ৩/১০)


প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ১৩০/৫ (ওভার ১৮.৫) (শামীম ৫২*, সাইফ ২৭, রাব্বি ২০, রুবেল ২/২২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball