আইপিএল

আইপিএল খেলতে অজুহাতে দেবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:35 শুক্রবার, 18 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার কারণে স্থগিত হওয়ার পর নতুন সূচিতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া আসরটি। আন্তর্জাতিক সূচি থাকায় আইপিএলের দ্বিতীয় ধাপে খেলতে অজুহাত দেবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন অ্যারন ফিঞ্চ।

চলতি মাসের শেষের দিকে কিংবা আগামী জুলাইয়ের শুরুতে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অস্ট্রেলিয়া। এরপর জুলাইয়ের শেষ সপ্তাহে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অজিদের। যদিও এই দুই সিরিজে দেখা যাবে না স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, মার্কোস স্টয়নিস ও ড্যানিয়েল সামসকে।

এই দুই সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিতে বিভিন্ন কারও দেখানো হয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের দ্বিতীয় ধাপে খেলতে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অজুহাত দেখাবে বলে মনে করেন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ফরম্যাটের এই অধিনায়ক জানিয়েছেন, তাঁরা এমন অজুহাত দেবে যে আপনি উপেক্ষা করতে পারবেন না।

এ প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘তাদের (সিদ্ধান্তে) আমি কিছুটা অবাক হয়েছি। আমি তাদের সবার সঙ্গে কথা বলেছি। কিছুটা আশ্চর্জন কিন্তু এটা বোঝার মতো। আমি মনে করি তারা সেখানে খেলবে। আমার মনে হয় আইপিএলের দ্বিতীয় অংশে খেলতে তারা এমন অজুহাত বের করবে যে আপনি উপেক্ষা করতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘এটা সত্যিই অনেক কঠিন। এটা সবার জন্যই কঠিন একটা সময় কিন্তু ব্যক্তিগতভাবে আমি জানতে পেরেছি যে এটা মানসিকভাবে কতটা চ্যালেঞ্জিং। আমার মনে হয় পরিবারের কাছেও এটা কঠিন সময়।’

গেল ৪ মে বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় টুর্নামেন্টের মাঝপথে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে আর্থিক ক্ষতি থেকে কমাতে আবারও আইপিএল শুরু করতে তোড়জোড় শুরু করেছিলে দেশটির ক্রিকেট বোর্ড। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজনের সিদ্ধান্তের পৌঁছায়।